24.5 C
London
August 13, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভারতীয়দের লাল তালিকাতেই রাখল ব্রিটেন

নতুন আতঙ্কের নাম ডেল্টা ভেরিয়ান্ট। সে কারণে করোনা টিকার দুই ডোজ নেওয়া থাকলেও ভারতীয় যাত্রীরা এখনো ব্রিটেনের লাল তালিকাতেই থাকছেন।

 

যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) গোষ্ঠীভুক্ত দেশগুলোর নাগরিকরা ব্রিটেনে গেলে তাদের ১০ দিনের বাধ্যতামূলত কোয়ারেন্টিনের বিধি আর মেনে চলতে হবে না।

 

তবে ভারতীয় নাগরিকদের ক্ষেত্রে এখনই এই নিষেধাজ্ঞা তুলল না যুক্তরাজ্য। জানা গেছে, ব্রিটেনে লাল তালিকাভুক্তই থাকছে ভারত।

 

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ স্তিমিত হলেও তৃতীয় ঢেউ নিয়ে শঙ্কা বাড়ছে। বিশেষজ্ঞদেরও শঙ্কা, করোনাভাইরাসের ডেল্টা রূপই ভারতে তৃতীয় ঢেউ নিয়ে আসতে পারে। সেই বিষয়টি মাথায় রেখেই ব্রিটেন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।

 

 

সূত্র : ইন্ডিয়া টুডে
২৯ জুলাই ২০২১

আরো পড়ুন

আশ্রয়প্রার্থীদের আবাসন ব্যবস্থা নিয়ে ইমিগ্রেশন ওয়াচডগের অসন্তোষ

যুক্তরাজ্যে মাতৃত্বকালীন সেবার বিল ১০,০০০ পাউন্ড— অসহায় এক আশ্রয়প্রার্থীর করুণ কাহিনী

শিথিল হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যকার ভ্রমণ নিষেধাজ্ঞা