2.9 C
London
January 11, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের আমন্ত্রণে সাড়া দিয়েছে পাকিস্তান, কিছু জানায়নি বাংলাদেশ

ভারতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি) ১৫০তম বছরের উদযাপনে প্রতিবেশী দেশগুলোকে আমন্ত্রণ করেছে। এতে পাকিস্তান সাড়া দিয়ে অংশগ্রহণের কথা জানিয়েছে। তবে বাংলাদেশ কোনো সিদ্ধান্ত জানায়নি।

১৪ ও ১৫ জানুয়ারি দিল্লির প্রগতি ময়দানে ভারত মণ্ডপমে অনুষ্ঠানটি অনুষ্টিত হবে। আইএমডি ডয়েচে ভেলেকে জানিয়েছে, তাদের প্রতি ইভেন্টে জলবায়ু পরিবর্তন সম্পর্কে সচেতনতা বাড়ানোর বিষয়টি প্রাধান্য পাবে।

১৫০ বছর পূর্তি উদযাপনের অনুষ্ঠানে আইএমডি অবিভক্ত ভারতের দেশগুলির আবহাওয়া বিভাগের প্রতিনিধিদের আমন্ত্রণ জানিয়েছে। আমন্ত্রিত দেশের মধ্যে আছে পাকিস্তান, বাংলাদেশ, ভুটান, আফগানিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলংকা ও নেপাল। এছাড়া মধ্যপ্রাচ্য, দক্ষিণ-পশ্চিম এশিয়ার অনেকগুলি দেশকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

পাকিস্তান ইতোমধ্যে আমন্ত্রণ গ্রহণ করেছে। তারা প্রতিনিধিদের দিল্লি পাঠাবে। কিন্তু বাংলাদেশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বার্তা পাঠানো হয়নি। ডয়চে ভেলে জানিয়েছে, আয়োজকরা বাংলাদেশের উত্তরের অপেক্ষায় আছেন।

এদিকে বার্তাসংস্থা পিটিআই-কে সংস্থাটির এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, ‘আমরা চাই, আমন্ত্রিত সব দেশের কর্মকর্তারা আসুন। সবাইকে নিয়ে আমরা উদযাপন করি’।

সূত্রঃ ডয়েচেভেলে

এম.কে
১১ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ধানের শীষের ১৪ গুণ ভোট পেয়ে বিজয়ী হাবিব

অনলাইন ডেস্ক

সামরিক শক্তিধর দেশের র‍্যাংকিং প্রকাশ, বাংলাদেশের অবস্থান ৪০তম

রাষ্ট্রদ্রোহের মামলায় খালাস পেলেন তারেক রহমান