TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের কাছে দুই বিষয়ে ব্যাখ্যা চাইলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

‘বন্যাকে পরিকল্পিত দুর্যোগ’ বলে নিজের সামজিক যোগাযোগমাধ্যম ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার রাত সাড়ে ৮টার দিকে তিনি এ পোস্ট করেন। ওই পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘বন্যাদুর্গতদের সহযোগিতায় এগিয়ে আসুন। সম্মিলিতভাবে এই পরিকল্পিত দুর্যোগ মোকাবিলা করবে সরকার ও জনগণ।

এছাড়া বুধবার রাতে অন্য এক পোস্টে ভারতের কাছে দুই বিষয়ে ব্যাখ্যা চেয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি লিখেছেন, ‘পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম গণহত্যাকারী শেখ হাসিনা কে আশ্রয়, নোটিশ ছাড়াই ওয়াটার গেইট খুলে দিয়ে বন্যার সৃষ্টি করা ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণ হতে পারে। এ বিষয়ে বাংলাদেশের জনগণের কাছে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে ভারতকে। ’

এম.কে
২২ আগস্ট ২০২৪

আরো পড়ুন

ঋণ পরিশোধের সময় বাড়িয়ে ৩০ বছর করতে ‘নীতিগতভাবে একমত’ চীন

বাংলাদেশের সন্তানের আমেরিকা জয়

বিভিন্ন বিষয়ে মাস্টার্স করাই যার নেশা