TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের বিভিন্ন রাজ্য স্বাধীন হবার জন্য শুরু করেছে আন্দোলন

আলাদা ভূখণ্ডের দাবিতে আন্দোলন শুরু হয়েছে ভারত অধিকৃত অরুণাচল প্রদেশে। অরুণাচলের ইতানগর নামক স্থানে প্রায় সহস্রাধিক ক্রিশ্চিয়ান জমায়েত হওয়ার মাধ্যমে সম্প্রতি স্বাধীনতার দাবিতে এই আন্দোলন শুরু হয়। আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে অরুণাচল ক্রিশ্চিয়ান ফোরাম― এসিএফ। উক্ত সংস্থার প্রেসিডেন্ট নার মিরি জানিয়েছেন, তাদের এই আন্দোলন অতি দ্রুতই বিস্তরভাবে পুরো অরুণাচল ছড়িয়ে পড়বে এবং প্রায় দুই লক্ষ মানুষের জমায়েত ঘটানোর পরিকল্পনা রয়েছে তাদের।

জানা গেছে অরুণাচলের ক্রিশ্চিয়ান ধর্মাবলম্বীরা 1978 সালে জারি করা ‛Arunachal Pradesh Freedom Of Religion Act’- APFRA এর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে। তাদের দাবি, ভারতের কেন্দ্রীয় সরকারের জোরপূর্বক চাপিয়ে দেওয়া এই নীতির কারনে তারা সঠিকভাবে ধর্ম পালন করতে পারছে না।

ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অরুনাচলের ক্রিশ্চিয়ানদের মাঝে ব্যাপক ক্ষোভ লক্ষণীয়। এদিকে গত পরশু থেকে স্বাধীন ভূমি খালিস্তানের দাবিতে ভারতের পাঞ্জাবেও শুরু হয়েছে শিখদের “All India Campaign” মুভমেন্ট।

খবরে জানা যায়, পাঞ্জাবি শিখেরা হিমাচল রোড ব্লক করে প্রতিটি গাড়িতে খালিস্তানপন্থীদের পক্ষে পোস্টার মেরে দেয়, একইসাথে মানুষের মাঝে লিফলেট বিতরণ করে। পোস্টার ও লিফলেটে খালিস্তান আন্দোলনের অন্যতম পথিকৃৎ বিন্দ্রাওয়ালের ছবি ছাপানো হয়েছে।

গত পরশু থেকে শুরু হওয়া আন্দোলন গতকাল আরও বেশি বেগমান হয়। এসময় পাঞ্জাব পুলিশ একজন শিখ নেতাকে মারধর করে।

এছাড়া কাশ্মীর, নাগপুর, মনিপুর, আসাম এবং মিজোরামেও চলছে সহিংসতা ও স্বাধীনতা আন্দোলন। ভারত এই পরিস্থিতি কিভাবে মোকাবেলা করে তা নিয়েই গভীর বিশ্লেষণ চলছে বলে জানান রাজনৈতিক বিশ্লেষকেরা।

সূত্রঃ স্যোশাল মিডিয়া / অরুনাচল নিউজ লাইভ

এম.কে
২০ মার্চ ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে আলবেনীয় অভিবাসীদের ঢল নেমেছে

মোসাদের দলকে ফিরে আসার নির্দেশ ইসরাইলের

মার্কিন নির্বাচনে নাক গলাচ্ছে ব্রিটেন, অভিযোগ ট্রাম্পের