20.4 C
London
July 31, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতের বিরুদ্ধে কঠোর অবস্থানঃ ট্রাম্পের নতুন শুল্ক নীতি কার্যকর ১ আগস্ট থেকে

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ এক পোস্টে ঘোষণা করেছেন যে, ভারত আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানিকৃত পণ্যের ওপর ২৫% শুল্ক এবং অতিরিক্ত জরিমানা দিতে হবে। তিনি ভারতের বাণিজ্য নীতি, রাশিয়ার সঙ্গে সামরিক ও জ্বালানি বাণিজ্য সম্পর্কের সমালোচনা করে এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প বলেন, ভারত যুক্তরাষ্ট্রের বন্ধু হলেও বছরের পর বছর তারা বাণিজ্যিকভাবে অনেক সীমাবদ্ধতা সৃষ্টি করেছে। তার অভিযোগ, ভারতের শুল্ক বিশ্বে সর্বোচ্চের মধ্যে অন্যতম এবং দেশটি কঠোর বাণিজ্য প্রতিবন্ধকতা আরোপ করে যা মার্কিন ব্যবসার জন্য বড় বাধা।

তিনি আরও উল্লেখ করেন, ভারত সবসময় সামরিক সরঞ্জাম রাশিয়া থেকে ক্রয় করে এবং জ্বালানির ক্ষেত্রেও রাশিয়ার অন্যতম বৃহৎ ক্রেতা। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ বন্ধে বৈশ্বিক চাপ থাকা সত্ত্বেও ভারতের এই সম্পর্ক পরিস্থিতি জটিল করছে বলে মন্তব্য করেন তিনি।

ট্রাম্পের ঘোষণার ফলে ভারত-আমেরিকা বাণিজ্য সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ ধরনের সিদ্ধান্ত দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের পাশাপাশি কূটনৈতিক সম্পর্কেও নতুন উত্তেজনা তৈরি করতে পারে।

ট্রাম্প তার পোস্টের শেষে ‘MAGA’ (Make America Great Again) স্লোগান ব্যবহার করে জানান, আমেরিকার স্বার্থ রক্ষায় তিনি সবসময় কঠোর অবস্থান নেবেন।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
৩০ জুলাই ২০২৫

আরো পড়ুন

দেহে শূকরের হৃদযন্ত্র প্রতিস্থাপন করা মার্কিন নাগরিকের মৃত্যু

বড় সুখবর ইতালির ভিসা আবেদনকারীদের জন্য

শ্রমঘাটতি পূরণে বিদেশি কর্মী নিতে চায় ক্রোয়েশিয়া