TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব বাংলাদেশের

ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার পবন বাধেকে তলব করেছে বাংলাদেশ। ভারতে বসে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাষণ দেওয়া বন্ধ করার পদক্ষেপ নিতে তাকে অনুরোধ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

উল্লেখ্য, গতকাল বুধবার রাত ৯টায় ভাষণ দেন শেখ হাসিনা। এ ভাষণের ঘোষণা শুনে শেখ মুজিবুর রহমানের বাড়ি অর্থাৎ শেখ হাসিনার পৈতৃক বাড়ি গুঁড়িয়ে দেওয়া ঘোষণা দেয় ছাত্র-জনতা। পরে গতকাল রাত ৮টার দিকেই তারা শেখ মুজিবুর রহমানের বাড়ি ভাঙতে শুরু করে। আজ দুপুর পর্যন্ত দেখা গেছে, বাড়িটির সামান্য অংশ টিকে আছে।

এম.কে
০৬ ফেব্রুয়ারি ২০২৫

আরো পড়ুন

‘পরিবার নয়, আওয়ামী লীগের ভবিষ্যৎ জনগণের হাতে’—রয়টার্স ও ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা

বিসিবি সভাপতি ফারুকের বিরুদ্ধে অনাস্থা জানিয়ে ৮ পরিচালকের চিঠি

মাধ্যমিকে সিলেটের এই দুর্দশা কেন