TV3 BANGLA
বাংলাদেশ

ভারতের রাষ্ট্রদূতকে ঢাকায় তলবঃ বাংলাদেশের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ

বাংলাদেশ সরকার ভারতের ডেপুটি হাইকমিশনার পবন বাদেহ-কে ঢাকায় আনুষ্ঠানিকভাবে তলব করেছে। বিষয়টি গতকাল বুধবারের ঘটনা, যা এক উচ্চপদস্থ কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ জানানো হয়েছে কারণ ক্ষমতাচ্যুত ও পলাতক নেত্রী শেখ হাসিনাকে ভারতের মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়েছে। মন্ত্রণালয় এটি দুই দেশের গঠনমূলক দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ‘অসহায়ক ও অনভিপ্রেত’ হিসেবে আখ্যায়িত করেছে।

সূত্র আরও জানিয়েছে, বাংলাদেশ মনে করছে, মানবতাবিরোধী অপরাধের দায়ে বিচারাধীন একজন কুখ্যাত পলাতক আসামিকে আশ্রয় দেওয়া এবং তাকে বাংলাদেশবিরোধী বিদ্বেষ ছড়ানো ও দেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্য প্রচারের সুযোগ করে দেওয়া গুরুতর সমস্যা।

ঢাকায় তলবকৃত ভারতীয় কূটনীতিককে অনুরোধ করা হয়েছে, তিনি নয়াদিল্লিতে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার গণমাধ্যমে প্রবেশাধিকারের বিষয়টি তাৎক্ষণিকভাবে বন্ধ করার অনুরোধ পৌঁছে দেন।

বাংলাদেশের এই পদক্ষেপ দুই দেশের কূটনৈতিক সম্পর্কের সংবেদনশীল দিককে তুলে ধরেছে, বিশেষ করে নিরাপত্তা ও অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর এর প্রভাব বিবেচনায় নিয়ে।

সূত্রঃ ইনকিলাব

এম.কে

আরো পড়ুন

শুধু হাসিনার নয়, লকারে ছিল রেহানা-জয় ও পুতুলের স্বর্ণ

নিয়োগের পরদিনই সিলেটের ডিসি প্রত্যাহার

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হবেঃ আলী রীয়াজ