12.8 C
London
July 4, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে উড়োজাহাজ দুর্ঘটনার পর বোয়িংয়ের শেয়ারে ৮% দরপতন

ভারতের আহমেদাবাদে ২৪২ জন আরোহীসহ বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের বাজারে প্রি-মার্কেট লেনদেনে বোয়িংয়ের শেয়ারের দামের প্রায় ৮ শতাংশ পতন হয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, বিধ্বস্ত উড়োজাহাজটি ছিল বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। এটি বোয়িংয়ের সবচেয়ে আধুনিক যাত্রীবাহী উড়োজাহাজগুলোর একটি।

আজকের এ দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। বোয়িং এক বিবৃতিতে জানিয়েছে, তারা আরও তথ্য সংগ্রহের জন্য কাজ করছে।

এ দুর্ঘটনা এমন সময় ঘটল, যখন নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা কেলি অর্থবার্গের অধীনে বোয়িং নিরাপত্তা বিষয়ে আস্থা পুনরুদ্ধারের চেষ্টা করছিল।

দুর্ঘটনার খবর প্রকাশের পর প্রিমার্কেট ট্রেডিংয়ে বোয়িংয়ের শেয়ার প্রায় ৮ শতাংশ কমে ১৯৬.৫২ ডলারে দাঁড়িয়েছে।

সূত্রঃ রয়টার্স

এম.কে
১৩ জুন ২০২৫

আরো পড়ুন

ভারতের দুই হাজার ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছে যুক্তরাষ্ট্র

মণিপুরের ঘটনায় শিউরে উঠেছেন অক্ষয় কুমার

মক্কা-মদিনায় বন্ধ হলো তিন শতাধিক হোটেল