ভারতে রাজনৈতিকভাবে সক্রিয় বাংলাদেশি প্রবাসী সাংবাদিক ও সোশ্যাল অ্যাক্টিভিস্টদের ইউটিউব চ্যানেলগুলো একে একে বন্ধ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে পিনাকী ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনক সারোয়ার এবং জুলকারনাইন সায়েরের ইউটিউব চ্যানেল—যেগুলো বাংলাদেশে সরকারের সমালোচনামূলক এবং জনমত গঠনে জনপ্রিয় প্ল্যাটফর্ম ছিল।
ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সাইবার সিকিউরিটি বিভাগ এই পদক্ষেপ নিয়েছে বলে জানা গেছে। তাদের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেওয়া না হলেও, প্রযুক্তিগত ও প্রশাসনিক সূত্রে জানা গেছে—এই চ্যানেলগুলোকে “উস্কানিমূলক”, “বিদেশি রাজনৈতিক প্রোপাগান্ডা” ছড়ানোর অভিযোগে বন্ধ করা হয়েছে।
ভুক্তভোগী সাংবাদিকদের মতে, এটি মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত।
পিনাকী ভট্টাচার্য এক ভিডিও বার্তায় বলেন, “আমরা সত্য বলি, তথ্য দেই, বিশ্লেষণ করি—সেটাই অপরাধ? আমাদের মুখ বন্ধ করতে পারবে না, এটা গণতন্ত্রের লজ্জা।”
অনুরূপ প্রতিক্রিয়া এসেছে ইলিয়াস হোসেন, কনক সারোয়ার এবং জুলকারনাইন সায়ের-এর পক্ষ থেকেও। তারা দাবি করেন, “ভারত তথ্যনির্ভর সাংবাদিকতার বিরুদ্ধে দমননীতি চালু রেখেছে, তার প্রমাণ দিলো আবারও।”
বিশ্লেষকরা বলছেন, ভারত অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিবেশী রাজনীতিতে নিজের ভূমিকা রক্ষা করতে গিয়ে প্রবাসী কণ্ঠরোধে এগিয়ে এসেছে, যা দক্ষিণ এশিয়ার মতপ্রকাশের স্বাধীনতার জন্য উদ্বেগজনক সংকেত।
এম.কে
১১ মে ২০২৫