6.4 C
London
December 23, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারতে ভোটের মাঠে জোটের খেলা, কে যাচ্ছে ক্ষমতায়?

ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ফল প্রকাশ। ভারতের লোকসভা নির্বাচনে বিজেপির একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া নিয়ে এখনো সংশয় রয়েছে। ৫৪৩টি আসনের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ২৭২টি। সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, এ পর্যন্ত পাওয়া ফলে ভোট গণনায় ২৯৪ আসনে জেতার পথে বিজেপির জোট এনডিএ। কিন্তু বিজেপি ২৭২ আসন নাও পেতে পারে।

এ কারণে নির্বাচনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠেছে জোট। ইন্ডিয়া টুডে বলছে, কংগ্রেসের নেতৃত্বে গঠিত জোট ইন্ডিয়া জিততে পারে ২৩১টি আসনে। এর মধ্যে ৪৪টি আসনে জয় নিশ্চিত হয়েছে। আর এনডিএর নিশ্চিত জয় ১১৪টি আসনে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে জোট বড় করে সরকার গঠনের সুযোগ থাকবে ইন্ডিয়া জোটের। এরই মধ্যে উত্তর প্রদেশে তাদের জয়জয়কার। এদিকে পশ্চিমবঙ্গেও বিজেপি পিছিয়ে আছে ইন্ডিয়া জোটের তৃণমূল কংগ্রেসের কাছে।

মহারাষ্ট্রে শিব সেনা ও ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির মধ্যে লড়াই চলছে। বিহারে এনডিএ জোটের নেতা নীতিশ কুমারকে নিজেদের জোটে পেতে চাইবে কংগ্রেস। এ ছাড়া জোটের বাইরে থাকা বিভিন্ন দলকেও ইন্ডিয়ার দিকে টানার চেষ্টা করছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। এ তালিকায় রয়েছেন একনাথ শিন্ডে ও উদ্ভব ঠাকরেও।

ভোটের মাঠে কংগ্রেস ২০১৯ সালের চেয়ে বেশ এগিয়েছে। হেরে যাওয়া অনেক আসন ফিরে পেয়েছে তারা। বিশ্লেষকেরা বলছেন, ইন্ডিয়া জোটের কারণেই কংগ্রেস এবার অনেক এগিয়ে গেছে। এখন মোদির জোটে কোনো ধরনের ফাটল দেখা দিলে সুযোগ রয়েছে ইন্ডিয়া জোটের। তারা যেতে পারে ক্ষমতায়। তবে এখনো চূড়ান্ত ফল প্রকাশ বাকি।

এরই মধ্যে যে ফল প্রকাশ করা হচ্ছে, তাতে বিজেপির জোট এনডিএ বেশ এগিয়েই রয়েছে।

এদিকে, নির্বাচন নিয়ে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস। তাতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন,‘ভোট দেওয়ার মাধ্যমেই মানুষ বলে দিয়েছে তারা আর নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান না।’

সংবাদ সম্মেলনে ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। বিজেপির পক্ষ থেকেও সংবাদ সম্মেলন করা হবে। তাতে নরেন্দ্র মোদির উপস্থিত থাকার কথা রয়েছে।

সূত্রঃ এনডিটিভি

এম.কে
০৪ জুন ২০২৪

আরো পড়ুন

বঙ্গোপসাগরে চীনা জাহাজ দিয়ে জরিপ, ভারতের অস্বস্তি

নিউজ ডেস্ক

ইন্টারনেটে তুমুল জনপ্রিয় হাসবুল্লাহ গৃহবন্দী

নিউজ ডেস্ক

সহকর্মীর গুলিতে ইসরায়েলি ২০ সেনা নিহত