TV3 BANGLA
বাংলাদেশ

ভারতে হাসিনা থাকতে পারলে মোস্তাফিজ নিয়ে সমস্যা কেনঃ রশিদ লতিফ

ভারতের উগ্র হিন্দুত্ববাদী রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের দাবির মুখে মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেয় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।

 

এই ঘটনার পরই বাংলাদেশ-ভারত প্রতিবেশী দুই দেশের ক্রিকেট সম্পর্কে ফাটল ধরে। আগামী মাসে ফেব্রুয়ারি-মার্চে যৌথভাবে ভারত ও শ্রীলংকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা। বাংলাদেশের সবগুলো ম্যাচ রাখা হয়েছিল ভারতে। কিন্তু এই ঘটনার পর বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ খেলতে ভারত সফরে যেতে চায় না। আনুষ্ঠানিকভাবে এমনটি জানিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ ব্যাপারে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান রশিদ লতিফ নিজের সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে লিখেছেন, ‘বিসিসিআইয়ের নির্দেশে ২০২৬ সালের আইপিএলের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অবাক বিষয় হচ্ছে ভারত শেখ হাসিনাকে জায়গা দিতে পারে কিন্তু মোস্তাফিজকে আইপিএল খেলতে দিতে পারে না।’

তিনি আরও লিখেছেন, ‘ভারতে বিশ্বকাপ ম্যাচ খেলতে অস্বীকৃতি জানাতে পারে বাংলাদেশ। কারণ, খেলোয়াড়দের নিরাপত্তা ঝুঁকি। অথচ বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে নির্বাসিত আছেন।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

নিয়ম মেনে অবশেষে জামিন পেলেন মাহমুদুর রহমান

আগামীকাল (বুধবার) নয়াপল্টনে বিএনপির সমাবেশ

বিমানবন্দরের চারপাশে অবরোধ, যাত্রী আসতে না পারায় ৩৮ ফ্লাইট বিলম্ব