TV3 BANGLA
বাংলাদেশ

ভারত ছাড়ছেন শেখ হাসিনার সঙ্গীরাঃ ইন্ডিয়া টুডে

ছাত্র-জনতার অবিস্মরণীয় অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে অবস্থান নিয়েছন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও তার সঙ্গীরা। তাদের মধ্যে অনেকেই ভারত ছেড়ে নতুন গন্তব্যে যেতে শুরু করেছেন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, অভ্যুত্থান থেকে পালিয়ে ভারতে পৌঁছানো শেখ হাসিনার টিমের সদস্যরা নতুন গন্তব্যে যেতে শুরু করেছেন। শেখ হাসিনা তার বোন শেখ রেহানা এবং তার ঘনিষ্ঠ সহযোগীদের সঙ্গে একটি বিমানে গত ৫ আগস্ট ভারতের উদ্দেশ্যে রওনা হন এবং দিল্লির কাছে হিন্ডন বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার সঙ্গে যে দলটি ভারতে পৌঁছেছিল তারা পুরোপুরি বিপাকে পড়েছিল। কারণ, গণভবনে প্রবেশকারী জনতার হাত থেকে বাঁচতে তাড়াহুড়ো করে তাদের বাংলাদেশ ছাড়তে হয়েছিল। তাড়াহুড়ো করে বাংলাদেশ ছাড়ার সময় শেখ হাসিনা ও তার সহযোগীরা অতিরিক্ত কাপড় বা দৈনন্দিন ব্যবহারের সামগ্রীও সঙ্গে আনতে পারেননি।

এম.কে
০৮ আগস্ট ২০২৪

আরো পড়ুন

জুলাই ঘোষণাপত্রঃ ১৫ জানুয়ারির মধ্যে প্রকাশ হচ্ছে না, সিদ্ধান্ত আগামী সপ্তাহে

টিএসসিতে সমন্বয়কদের সংবাদ সম্মেলন, ত্রাণের ৮ কোটি যাবে ত্রাণ মন্ত্রণালয়ে

দুটি ছবি ঘিরে হঠাৎ আলোচনায় সাবেক সেনা কর্মকর্তা লে. জে. সারওয়ার হাসান