TV3 BANGLA
আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সংঘর্ষের মাঝে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ‘পূর্ণ যুদ্ধবিরতিতে’ সম্মত দুই দেশঃ ডোনাল্ড ট্রাম্প

ভারত ও পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার প্রেক্ষিতে “সম্পূর্ণ ও তাৎক্ষণিক” যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সরাসরি মধ্যস্থতায় এই সমঝোতা হয় বলে তিনি দাবি করেন।

ট্রাম্প শুক্রবার রাতে এক বিবৃতিতে বলেন, “দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশী—ভারত ও পাকিস্তান—একটি সম্পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বে সংঘটিত শান্তি আলোচনার একটি ঐতিহাসিক সাফল্য।”

এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন দক্ষিণ এশিয়ায় যুদ্ধাবস্থা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। মাত্র একদিন আগেই পাকিস্তান ভারতের একাধিক সামরিক ঘাঁটি ও অস্ত্রাগারে মিসাইল হামলা চালায়। এ হামলাটি ভারতের সাম্প্রতিক বিমানঘাঁটিতে অভিযানের প্রতিশোধ হিসেবে সংঘটিত হয় বলে ইসলামাবাদ দাবি করেছে।

সপ্তাহজুড়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার ফলে প্রাণহানির পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর এসেছে। বিশেষ করে জম্মু-কাশ্মীর ও পাঞ্জাব সীমান্তে ব্যাপক তৎপরতা লক্ষ করা যায়। পাকিস্তান দাবি করেছে, ভারতের রাফালে বিমান ভূপাতিত করেছে এবং এস-৪০০ প্রতিরক্ষা ব্যবস্থাও আঘাতপ্রাপ্ত হয়েছে, যদিও ভারত এসব দাবি প্রত্যাখ্যান করেছে।

প্রেসিডেন্ট ট্রাম্প এক টেলিভিশন সাক্ষাৎকারে জানান, “আমরা উভয় পক্ষের সাথে কথা বলেছি। শান্তি বজায় রাখার স্বার্থে একটি অবিলম্বে যুদ্ধবিরতির বিষয়ে তারা সম্মত হয়েছে। এটি পৃথিবীর শান্তির জন্য একটি বড় অর্জন।”

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, “এই যুদ্ধবিরতি শুধু ভারত ও পাকিস্তানের জন্য নয়, পুরো দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

চীন, রাশিয়া এবং ইউরোপীয় ইউনিয়নও এই শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে।

যদিও যুদ্ধবিরতির ঘোষণা এসেছে, বিশেষজ্ঞরা বলছেন পরিস্থিতি এখনো অস্থির এবং ভবিষ্যতে উভয় পক্ষের সতর্ক অবস্থান বজায় রাখা হবে। আন্তর্জাতিক সম্প্রদায় এখন চায়, এই যুদ্ধবিরতি একটি দীর্ঘমেয়াদী শান্তির রূপ নিক।

সূত্রঃ স্কাই নিউজ

এম.কে
১০ মে ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে প্রবেশের জন্য এখন ভ্রমণকারীদের £১০ পারমিট নিতে হবে

শিগগিরই কল-মেসেজ চালু করছে টুইটার

মরুর দেশ সৌদি আরবে দেখা মিলল বিরল এক দৃশ্যের