8.1 C
London
November 18, 2024
TV3 BANGLA
বাংলাদেশসিলেট

ভারী বর্ষণ, সিলেট-সুনামগঞ্জে বন্যার শঙ্কা

কয়েকদিন ধরে টানা ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনায় নদী ও হাওরের পানি দ্রুত বাড়ছে। নদনদীর পানি বিপদসীমার ওপর দিয়ে অতিবাহিত হচ্ছে। সিলেট-সুনামগঞ্জ জেলায় ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভারী বৃষ্টি টানা আরও ১ সপ্তাহ চলতে পারে। আজ রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এদিন সন্ধ্যায় ৬টা পর্যন্ত এসব এলাকার নদী বন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, দেশের পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আজ সকাল ৯টায় নেত্রকোনা ও সকাল ১১টায় সুনামগঞ্জ এলাকায় নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। আগামী ৪৮ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও আশেপাশের এলাকায় উজানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। বৃষ্টি বাড়তে থাকায় পুরাতন সুরমা, যদুকাটাসহ কিছু নদীতে পানির সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এম.কে
০২ জুলাই ২০২৩

আরো পড়ুন

রায়হান হত্যা: এসআই আকবরসহ ৬ পুলিশের বিরুদ্ধে চার্জশিট

রাজাকারের নাতি ইস্যুঃ ক্ষুব্ধ হয়ে ছাত্রলীগে পদত্যাগের হিড়িক

আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছেঃ ভারত