শেরপুরের শ্রীবরদী উপজেলায় বন্য হাতির ভিডিও ধারণ করতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন (৩৬) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন।
সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে উপজেলার বালিজুড়ী রেঞ্জের সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে এ ঘটনা ঘটে। ফারুক হোসেন পার্শ্ববর্তী ঝিনাইগাতী উপজেলার ফাকরাবাদ এলাকার সুরুজ আলীর ছেলে। তিনি জেলার সীমান্তবর্তী বনাঞ্চলে গিয়ে নিয়মিত হাতির ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে আপলোড করতেন।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাহাড়ের মালাকুচা জঙ্গলে ১০-১৫ দিন ধরে কয়েকটি শাবকসহ ৪০-৪২টি বন্যহাতির একটি দল অবস্থান করছে। খবর পেয়ে সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে ফারুক হোসেন উৎসুক মানুষদের সঙ্গে বন্যহাতির ভিডিও করতে শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী সোনাঝুড়ি এলাকায় বনের ভেতরে যান। ওই সময় হঠাৎ তিনি সামনে এগিয়ে গিয়ে ভিডিও করতে গেলে হঠাৎ হাতির সামনে পড়ে যান। ওই সময় একটি বন্যহাতি পা দিয়ে তার মাথা পিষ্ট করে গুরুতর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগের লোকজন তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন
ফারুক হোসেনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে, সেখানে আজ সোমবার সকালেও হাতির একটি ভিডিও আপলোড করা হয়েছে। তিনি প্রতিনিয়তই জেলার বিভিন্ন জায়গার বন্যহাতির ভিডিও ধারণ করে সেগুলো তার ফেসবুকে আপলোড করতেন। এটি করতে গিয়ে তিনি অনেক সময়ই ঝুঁকিপূর্ণভাবে হাতির কাছাকাছি চলে যেতেন। ভিডিওগুলোতে বেশ কয়েকবারই হাতির ধাওয়া খেয়ে তাকে দৌড়ে পালাতে দেখা গেছে।
পরিবেশবাদী সংগঠন শাইন’র নির্বাহী পরিচালক ও শেরপুর বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট সাংবাদিক মুগনিউর রহমান মনি বলেন, হাতিকে হাতির মতো চলতে দিন, তাহলে দেখবেন কোনও ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। আজকাল দেখা যায় অনেকেই ভিডিও বানাতে গিয়ে হাতিকে দৌড়ানি দিচ্ছে। এতে করে সে বিরক্ত হয়ে লোকদের ওপর আক্রমণ করছে।
বন বিভাগের বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুমন মিয়া বলেন, উপজেলার সীমান্ত এলাকায় বনের ভেতরে প্রায় ৪০/৪২টি বন্যহাতি অবস্থান করছে। সোমবার বিকালে হাতির পায়ে পিষ্ট হয়ে ফারুক হোসেন নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সম্ভবত ভিডিও করতে গিয়েছিলেন।
তিনি আরও বলেন, নিহত যুবকের পরিবারকে ক্ষতিপূরণের জন্য বন বিভাগের কাছে আবেদন করতে পরামর্শ দেওয়া হবে।
শ্রীবরদী থানার ওসি মোহাম্মদ নুরুল আলম বলেন, নিহত ফারুক হোসেনের পরিবারকে খবর দেওয়া হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে

