TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

ভিয়েতনামে করোনার নতুন ধরন শনাক্ত

ভিয়েতনামের এটি করোনার ভারত ও যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ভিয়েতনামের করোনার ধরন বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যেতে পারে।

 

ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং শনিবার (২৯ মে)করোনার এই মিউটেশনকে ‘খুবই বিপজ্জনক’ হিসেবে বর্ণনা করেছেন।

 

রয়টার্স জানায়, করোনার নতুন ধরনটি নিয়ে একটি সরকারি বৈঠকে কথা বলেন ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী।

 

বৈঠকে ভিয়েতনামের স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন বলেন, ভিয়েতনাম করোনার একটি নতুন ধরন শনাক্ত করেছে। ভারত ও যুক্তরাজ্যে প্রথম শনাক্ত হওয়া করোনার দুটি বিদ্যমান ধরনের একটি মিশ্র বৈশিষ্ট্য রয়েছে ভিয়েতনামে শনাক্ত করোনার নতুন ধরনটিতে।

 

নগুয়েন বলেন, আগে শনাক্ত হওয়া করোনার সংস্করণগুলোর চেয়ে নতুন এই হাইব্রিড ধরন বেশি সংক্রামক, বিশেষ করে বাতাসের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যেতে পারে এটি।

 

ভিয়েতনামে নতুন শনাক্ত হওয়া রোগীদের মধ্যে পরীক্ষা চালিয়ে করোনার এ ধরন পাওয়া গেছে বলে জানান তিনি।

 

তিনি আরো জানান, খুব শীঘ্রই ভাইরাসের জেনেটিক কোডটি প্রকাশ করা হবে।

 

করোনা নিয়ন্ত্রণে ভিয়েতনামের সফলতার ইতিহাস আছে। তবে সাম্প্রতিক সময়ে ভিয়েতনামে করোনার সংক্রমণ বাড়তে দেখা যাচ্ছে।

 

ভিয়েতনামে এখন পর্যন্ত করোনায় ৬ হাজার ৭০০ জনের বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এ সংখ্যার মধ্যে অর্ধেকের বেশি রোগী শনাক্ত হয়েছে চলতি বছরের এপ্রিলের শেষ ভাগ থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত। দেশটিতে এখন পর্যন্ত করোনায় ৪৭ জন রোগীর মৃত্যু হয়েছে। করোনা নিয়ন্ত্রণে ভিয়েতনামে টিকাদান কার্যক্রম চলছে।

 

গবেষণায় দেখা গেছে, ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকা চভ্যাকসিনগুলো দুটি ডোজ দেওয়ার পরে ভারতীয় রূপের বিরুদ্ধে অত্যন্ত কার্যকর, তবে একটি ডোজ থেকে সুরক্ষা পাওয়ার হার হ্রাস পেয়েছে বলে মনে করা হচ্ছে।

 

সূত্র: বিবিসি
৩০ মে ২০২১
এসএফ

আরো পড়ুন

বিয়ে করবেন বরিস জনসন

নিউজ ডেস্ক

যুক্তরাজ্যে আত্মহত্যা প্ররোচনাকারী এক ওয়েবসাইটের সন্ধান পেয়েছেন সাংবাদিকেরা

নারী সম্মান শেখাতে ব্রিটিশ পুলিশের বিশেষ উদ্যোগ, আশ্রয়প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি