TV3 BANGLA
বাংলাদেশ

ভিসা, আইপিএল ও নিরাপত্তা ইস্যুঃ ভারতীয় নাগরিকদের পর্যটক ভিসা সীমিত করছে বাংলাদেশ

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনার কার্যালয়ে ভিসা কার্যক্রম বন্ধ থাকার পর এবার কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ে অবস্থিত বাংলাদেশের উপ-দূতাবাসগুলো থেকেও ভারতীয় নাগরিকদের জন্য পর্যটক ভিসা দেওয়া সীমিত করা হয়েছে। আনুষ্ঠানিক কোনো বিজ্ঞপ্তি প্রকাশ না হলেও বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের একাধিক কর্মকর্তা।

এই সিদ্ধান্ত এমন এক সময়ে এলো, যখন বিভিন্ন ইস্যুতে ভারতের নরেন্দ্র মোদি সরকারের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সম্পর্কের টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের সম্পর্কে উত্তেজনা আরও বেড়েছে।

এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় আইপিএলের সব ম্যাচ ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেয়। পাশাপাশি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ ক্রিকেট দলকে ভারতে পাঠানো হবে না বলেও জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এই প্রেক্ষাপটে কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপ-দূতাবাসগুলো থেকে ভারতীয়দের পর্যটক ভিসা সীমিত করা হয়েছে কি না—সে প্রশ্ন নতুন করে আলোচনায় আসে। কেউ কেউ বিষয়টিকে বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে নিরাপত্তা ও কূটনৈতিক হিসাব-নিকাশের সঙ্গে যুক্ত করে দেখছেন।

তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট করে জানিয়েছেন, ভারতীয় নাগরিকদের জন্য ভ্রমণ ভিসা স্থগিত বা সীমিত করার বিষয়ে তার পক্ষ থেকে সরাসরি কোনো সিদ্ধান্ত দেওয়া হয়নি। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার কাছে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেই।”

তিনি জানান, যেসব মিশনে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়েছে, সেসব স্থানে আপাতত ভিসা সেকশন বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। “যেখানে সমস্যা সৃষ্টি হয়েছে, সেখানে ভিসা কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে। এটি নিরাপত্তার প্রশ্ন,” বলেন পররাষ্ট্র উপদেষ্টা।

দিল্লি ও আগরতলার পর এখন কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়েও পর্যটক ভিসা সীমিত হওয়ায় কার্যত গুয়াহাটিতে অবস্থিত বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনারের কার্যালয়ই একমাত্র স্থান, যেখান থেকে ভারতীয় নাগরিকদের জন্য বাংলাদেশে ভ্রমণ ভিসা দেওয়া হচ্ছে। তবে পর্যটক ভিসা সীমিত হলেও বাণিজ্যিক ভিসাসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা কার্যক্রম চালু রয়েছে বলে জানিয়েছেন কলকাতার বাংলাদেশ উপ-দূতাবাসের কর্মকর্তারা।

উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও, ভিসা কেন্দ্রের সামনে বিক্ষোভ এবং বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপর ভারত সাময়িকভাবে সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরবর্তীতে ভিসা সেন্টার চালু হলেও ভারত জানিয়ে দেয়, মেডিকেল ভিসা ও কিছু জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা আপাতত দেওয়া হবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

এদিকে দিল্লির কূটনৈতিক এলাকায় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু চরমপন্থী গোষ্ঠীর বিক্ষোভ এবং ত্রিপুরার আগরতলায় সহকারী হাইকমিশনার কার্যালয়ের সামনে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর প্রতিবাদের ঘটনা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। অতীতে সেখানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

এই সব ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তা শঙ্কাকে সামনে রেখে বাংলাদেশ সরকার ভারতের কয়েকটি মিশনে ভিসা কার্যক্রম সীমিত বা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে কূটনৈতিক সূত্রগুলো মনে করছে, যদিও আনুষ্ঠানিকভাবে এটিকে কোনো রাজনৈতিক পাল্টা পদক্ষেপ হিসেবে স্বীকার করা হয়নি।

সূত্রঃ বিবিসি বাংলা

এম.কে

আরো পড়ুন

ফাঁদে পা না দেওয়ার আহ্বান শায়খ আহমাদুল্লাহর

ঢাকা-রোম বিমানের ফ্লাইটে তীব্র দুর্গন্ধ, চার ঘণ্টা যাত্রীদের ভোগান্তির পর উড্ডয়ন অনুমতি

বাংলাদেশের নাগরিকত্ব পেলেন পাকিস্তানি বংশোদ্ভূত সুইডিশ বিচারপতি আসিফ শাহকার