10.3 C
London
November 17, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভিসা নিয়ে সুখবর দিল কুয়েত

কুয়েতে দীর্ঘদিন ফ্যামিলি ভিসা বন্ধ থাকার পর পুনরায় চালু হতে যাচ্ছে। তবে থাকছে না আগের নিয়ম। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ফ্যামিলি ভিসার আইনে পরিবর্তন আনছে। ২৮ জানুয়ারি থেকে ফ্যামিলি ভিসার আবেদন শুরু হবে।

কুয়েতের উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহদ আল-ইউসেফের নির্দেশনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

আগে ফ্যামিলি ভিসার জন্য বেতন ৬০০ কুয়েতি দিনার হলেই আবেদন করা যেত। কিন্তু সেটা আর সম্ভব হচ্ছে না। নতুন নিয়মে ফ্যামিলি ভিসা পেতে হলে ন্যূনতম বেতন ৮০০ দিনারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি থাকতে হবে। সেই সঙ্গে মিল থাকতে হবে চাকরির সঙ্গে শিক্ষাগত যোগ্যতার।

কুয়েতে জনসংখ্যার কাঠামো নিয়ন্ত্রণ করার জন্য এই আইন হচ্ছে বলে জানা যায়।

এম.কে
২৭ জানুয়ারি ২০২৪

 

আরো পড়ুন

সৌদি আরবে ২৪ বছরের কম বয়সী কেউ গৃহকর্মী রাখতে পারবে না

সৌদি আরবে একসঙ্গে দুটি চাকরি করতে পারবেন প্রবাসী কর্মীরা

পৃথিবী থেকে বিদায় নেবে রোগ, চলছে এআই গবেষণা