যুক্তরাজ্যে নিজের একটি বাড়ির স্বপ্ন দেখেন অনেক অভিবাসী। এই স্বপ্ন পূরণের সবচেয়ে বড় ধাপ হলো মর্গেজ বা হোম লোন। প্রপার্টি কেনার পুরো প্রক্রিয়ার মধ্যে মর্গেজ একটি গুরুত্বপূর্ণ অংশ, কারণ এর ওপরই নির্ভর করে আপনি কী ধরনের এবং কত দামের বাড়ি কিনতে পারবেন।
বিলেতে ভিসা হোল্ডারগণ মর্গেজ নিয়ে প্রপার্টি কিনতে পারবেন। ভিসা হোল্ডারদের জন্য মর্গেজ নিয়ে প্রপার্টি ক্রয় সম্পর্কে আলোচনা করার পূর্বে আমরা বিলেতে বর্তমানে প্রচলিত কিছু ভিসা পলিসি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব।
Tier 1—হাই ভ্যালু মাইগ্রেন্টঃ এই ক্যাটাগরি এর মধ্যে রয়েছে হাই স্কিল্ড পারসন। যেমন- ব্যবসায়ী, বিনিয়োগকারী, অতি মেধাবী ব্যক্তি ইত্যাদি
Tier 2—স্কিল্ড ওয়ার্কারঃ এই ক্যাটাগরি এর মধ্যে রয়েছে পেশাদার স্কিল্ড ব্যক্তি। যেমন- হেলথ এবং কেয়ার ওয়ার্কার, শিক্ষক, ইঞ্জিনিয়ার, আইটি প্রফেশনাল ইত্যাদি।
Tier 3—আনস্কিল্ড ওয়ার্কারঃ আনস্কিল্ড লেবারদের সাময়িক ভিসার জন্য এই ভিসা পলিসি চালু করা হয়েছিল। বর্তমানে আনস্কিল্ড ওয়ার্কার ভিসা পলিসি বন্ধ রয়েছে।
Tier 4—এডাল্ট স্টুডেন্ট: বিলেতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেসব প্রাপ্তবয়স্ক ছাত্র-ছাত্রী পড়াশুনা করতে আসবে, তাদের এই ভিসা দেয়া হয়ে থাকে।
Tier 5 – টেম্পোরারি ওয়ার্কারঃ বিলেতে সাময়িক সময়ের জন্য যারা চাকরী করতে আসে তাদের এই ভিসা দেয়া হয়ে থাকে। এই ভিসার মেয়াদ এক বছরের বেশি হয় না।
স্পাউস ভিসাঃ বিলেতের কোন নাগরিককে কোন ব্যক্তি বিয়ে করলে। উক্ত স্বামী/স্ত্রীকে স্পাউস ভিসা দেয়া হয়ে থাকে।
এছাড়াই বিলেতে UK family visa, EEA Family permit, British National Overseas (BNO) visa ইত্যাদি ভিসা পলিসি রয়েছে।
ভিসাধারীদের জন্য মর্গেজের প্রধান শর্তাবলী
প্রতিটি ব্যাংকের বা ঋণদাতার নিজস্ব নিয়ম থাকলেও, ভিসাধারীদের জন্য কিছু সাধারণ শর্ত প্রায় সব ক্ষেত্রেই প্রযোজ্য।
- যুক্তরাজ্যে বসবাস: আবেদন করার আগে আপনাকে যুক্তরাজ্যে কমপক্ষে ৬ মাস বসবাস করতে হবে।
- ভ্যালিড ভিসা: আবেদনের সময় আপনার ভিসার মেয়াদ থাকা আবশ্যক।
- (Loan to Value – LTV): ভিসাধারীদের জন্য সর্বোচ্চ ৯০%
- চাকরি ও আয়:
- একটি স্থায়ী চাকরির চুক্তিপত্র (Permanent Employment Contract) থাকা জরুরি।
- আয়ের প্রমাণ হিসেবে গত ৩ থেকে ৬ মাসের পে-স্লিপ (Payslip) দেখাতে হয়।
- আপনি যদি (Self-employed) হন, তবে কমপক্ষে ২ বছরের ট্যাক্স ডকুমেন্ট থাকতে হবে
- ক্রেডিট স্কোর: আপনার একটি ভালো ক্রেডিট হিস্ট্রি থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কত টাকা লোন পাওয়া সম্ভব? (Loan to Income Ratio)
সাধারণত, একজন মর্গেজ আবেদনকারী তার বার্ষিক আয়ের ৪.৫ গুণ পর্যন্ত লোন পেতে পারেন। কিন্তু বর্তমানে যুক্তরাজ্যের অনেক জায়গায় বাড়ির গড় মূল্য গড় বার্ষিক আয়ের ৮ থেকে ৯ গুণ পর্যন্ত হয়ে থাকে। এক্ষেত্রে একজন সম্ভাব্য ক্রেতাকে ডিপোজিট এর দিকে মনোযোগ দিতে হবে।
কেন একজন মর্গেজ অ্যাডভাইজারের পরামর্শ জরুরি?
এখন ভিসা হোল্ডারগণ মর্গেজ নিয়ে প্রপার্টি কিনতে চাইলে অবশ্যই একজন অভিজ্ঞ মর্গেজ এডভাইজার এর সাথে পরামর্শ করতে হবে। কারণ প্রপার্টি বায়ার এর সার্বিক অবস্থা বিবেচনা করে মর্গেজ এডভাইজার তার ক্লায়েন্ট বা প্রপার্টি বায়ার এর জন্য সর্বোত্তম মর্গেজ প্রোডাক্টটি রেকমেন্ড করে থাকে।
- সঠিক ল্যান্ডার খুঁজে বের করা: সব ল্যান্ডার ভিসাধারীদের মর্গেজ দেয় না। একজন অ্যাডভাইজার জানেন কোন প্রতিষ্ঠানগুলো আপনার জন্য সেরা হবে।
- আবেদন প্রস্তুত করা: তিনি আপনার সার্বিক অবস্থা বিবেচনা করে আবেদনপত্রটি এমনভাবে প্রস্তুত করতে সাহায্য করেন, যাতে এটি এপ্রুভ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
প্রপার্টি মার্কেট এবং প্রপার্টি মর্গেজ সম্পর্কে আপনাদের কোন মতামত বা জিজ্ঞাসা থাকলে নিন্মের ই-মেইল অথবা টেলিফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।
Email: info@benecofinance.co.uk
Tel: 02080502478