11.4 C
London
October 5, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভুয়া প্রার্থী সেজে ড্রাইভিং টেস্ট, লন্ডনের সোলায়মান ইউসুফ শরীফ ধরা

লন্ডনে বসবাসকারী সোলায়মান ইউসুফ শরীফ ভুয়া প্রার্থী সেজে একাধিকবার ড্রাইভিং থিওরি টেস্ট দেওয়ার অভিযোগে ধরা পড়েছেন। আদালতে প্রমাণিত হয়েছে, তিনি ২০২৩ সালের জানুয়ারি থেকে মার্চের মধ্যে যুক্তরাজ্যের বিভিন্ন DVSA টেস্ট সেন্টারে গিয়ে প্রতারণার আশ্রয় নেন।

ওয়েস্টমিনস্টারের ফ্র্যাম্পটন স্ট্রিটের বাসিন্দা শরীফ মোট আটজনের পরিচয়ে পরীক্ষা দেন। এর মধ্যে ছয়টি পরীক্ষায় তিনি পাস করলেও দুটি পরীক্ষায় ব্যর্থ হন। ফেয়ারহ্যাম, ক্রু, স্লাউ, অক্সব্রিজ ও নর্থ্যাম্পটনসহ একাধিক শহরের টেস্ট সেন্টারে এ ধরনের অপরাধ সংঘটিত হয়।

টেস্ট সেন্টারে পরীক্ষা দেওয়ার সময় তোলা ছবি এবং জমা দেওয়া আসল পরিচয়পত্রের ছবির তুলনায় অসঙ্গতি ধরা পড়ায় শেষ পর্যন্ত শরীফের কৌশল ব্যর্থ হয়। তদন্তকারীরা দ্রুত তার পরিচয় নিশ্চিত করে আইনের আওতায় আনেন।

আদালত জানিয়েছে, এ ধরনের প্রতারণা যুক্তরাজ্যের ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার সততা ও জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি। শরীফের মামলার রায় শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
০৬ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

এপ্রিলে কমেছে যুক্তরাজ্যের নিত্যপণ্যের মুদ্রাস্ফীতি

উল্টো পথে মানবপাচারঃ যুক্তরাজ্য থেকে ফ্রান্সে শিশু পাচার গ্যাং ধরা

চার দিনের টিউব ধর্মঘটে অচল লন্ডন, যাত্রী ভোগান্তির শঙ্কা