6.5 C
London
January 15, 2026
TV3 BANGLA
বাংলাদেশ

ভুল করে মায়ের পাসপোর্টে বাংলাদেশি পাইলটের উড়াল, জেদ্দায় বিপাকে পাইলট মুনতাসির

ভুলবশত মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে ওঠায় সৌদি আরবের জেদ্দায় গিয়ে বিপাকে পড়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক পাইলট। নিজস্ব পাসপোর্ট না থাকায় ইমিগ্রেশনে আটক হন তিনি।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ নিয়ে জেদ্দায় পৌঁছান ক্যাপ্টেন মুনতাসির। ইমিগ্রেশন পার হওয়ার সময় বিষয়টি ধরা পড়ে। সৌদি কর্মকর্তারা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন।

পরে বিমানের জেদ্দা স্টেশন ম্যানেজারের হস্তক্ষেপে ক্যাপ্টেন মুনতাসিরকে তার জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বর্তমানে তিনি জেদ্দার একটি হোটেলে অবস্থান করছেন।

বুধবার সকালে বিমানের কর্মকর্তাদের প্রচেষ্টায় বিষয়টি মীমাংসা হয়। এরপর ঢাকা থেকে তার পাসপোর্ট জেদ্দায় পাঠানোর ব্যবস্থা করা হয়। সন্ধ্যার ফ্লাইটে তা পৌঁছানোর কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, “ক্যাপ্টেন মুনতাসির ভুল করে নিজের পরিবর্তে মায়ের পাসপোর্ট নিয়ে ফ্লাইটে উঠেছিলেন। জেদ্দায় ইমিগ্রেশনে বিষয়টি ধরা পড়ে। পরবর্তীতে আমাদের কর্মকর্তারা বিষয়টি সমাধান করেন।”

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
১৮ সেপ্টেম্বর ২০২৫

আরো পড়ুন

তুরস্কের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে আগ্রহী বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ভূ-রাজনীতি বদলে গেলে প্রভাব পড়বে সিলিগুড়িতে: ভারত তৈরি করছে তিন সামরিক ঘাঁটি

ধবলধোলাইয়ের শিকার ইংলিশ ক্রিকেট টিম