7.2 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিক

ভূমধ্যসাগরে উদ্ধারকারী জাহাজ লক্ষ্য করে লিবিয়ার গুলি, ব্যাখ্যা চাইবে ইইউ

ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে বিপদগ্রস্ত অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে বাধা দিতে লিবিয়ার উপকূল রক্ষীরা ফাঁকা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে উদ্ধারকারী জাহাজ ওশ্যান ভাইকিং৷ তারা বলেছে, সমুদ্রে উদ্ধার কাজের সময় তাদের কাজ বন্ধ করতে হুমকি দিয়েছে লিবিয়ার উপকূলরক্ষীরা৷ এ ঘটনায় ত্রিপোলির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

ভূমধ্যসাগরে একটি নৌকা থেকে বিপদগ্রস্ত অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে বাধা দিতে লিবিয়ার উপকূলরক্ষীরা ফাঁকা গুলি চালিয়েছে বলে অভিযোগ করেছে উদ্ধারকারী জাহাজ ওশ্যান ভাইকিং৷ তারা বলেছে, সমুদ্রে উদ্ধার কাজের সময় তাদের কাজ বন্ধ করতে হুমকি দিয়েছে লিবিয়ার উপকূলরক্ষীরা৷ এ ঘটনায় ত্রিপোলির কাছে ব্যাখ্যা চাওয়া হবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

এ ঘটনার জেরে ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল ও আন্তর্জাতিক জলসীমায় নতুন করে উদ্বেগ বেড়েছে।

 

 

 

 

 

অভিবাসীদের সাহায্যে কাজ করা সংস্থাটি দাবি করেছে, সমুদ্রে ঝুঁকিতে পড়া অভিবাসনপ্রত্যাশীদের বিষয়ে প্ল্যাটফর্ম অ্যালার্ম ফোন বার্তা পাঠালে, তাদের উদ্ধারে নৌকার দিকে এগোতে থাকে ওশ্যান ভাইকিং। এ সময় উদ্ধারকারী জাহাজটিকে হুমকি দেয় লিবিয়ার কোস্টগার্ড।

ওশান ভাইকিং জানিয়েছে, “ভিএইচএফ-এর মাধ্যমে লিবিয়ার কোস্টগার্ডের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগের সবরকম চেষ্টা করা হয়৷ কিন্তু তাদের সাড়া মেলেনি৷ উল্টো ঘটনাস্থলে উপস্থিত লিবিয়ার উপকূলরক্ষীরা আক্রমণাত্মক আচরণ শুরু করেন৷ তারা এক পর্যায়ে বেশ কয়েকটি ফাঁকা গুলি চালায়।”

এসওএস মেডিটারানের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করা একটি ভিডিও যাচাই করেও গুলির ছোঁড়ার সত্যতা পাওয়া গেছে৷

এ সময় উদ্ধারকারী জাহাজটির একজন সদস্য লিবিয়ার উপকূলরক্ষীদের উদ্দেশ করে বলেন, “ওশ্যান ভাইকিং এই এলাকা ছেড়ে চলে যাচ্ছে, আমাদের গুলি করবেন না। আমরা আন্তর্জাতিক জলসীমায় আছি, আপনারা আমাদের গুলি করতে পারন না।”

এক পর্যায়ে ওশ্যান ভাইকিং তার পূর্ণ গতিতে ওই স্থান ছেড়ে চলে যায়। তখনও লিবিয়ার উপকূলরক্ষীরা গুলি চালাতে থাকে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় এনজিওটি। এসব প্রতিবন্ধকতার কারণে সমুদ্রে বিপদগ্রস্ত অভিবাসীদের উদ্ধার করতে বেগ পেতে হচ্ছে ওশ্যান ভাইকিংসহ অন্যসব উদ্ধারকারী জাহাজকে৷

ঘটনার কয়েক ঘন্টা পর নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)৷ সোমবার ইইউর কূটনৈতিক প্রধান জোসেপ বোরেলের মুখপাত্র পিটার স্ট্যানো ইইউ কমিশনের ব্রিফিং করেন৷ তিনি বলেন, “কী ঘটেছে এবং কেন এটি ঘটেছে, সে সম্পর্কে আমরা লিবিয়া কর্তৃপক্ষের কাছে দ্রুত একটি স্পষ্ট ব্যাখ্যা চাইব।”

এই ঘটনার সঙ্গে জড়িত লিবিয়ার উপকূলরক্ষীদের ব্যবহার করা জাহাজটি ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কেনা হয়েছিল কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে৷ কারণ বেশ কয়েক বছর ধরে লিবিয়ার উপকূল রক্ষীদের কারিগরি সহায়তা, সরঞ্জাম এবং জাহাজ সরবরাহ করে সহযোগিতা করে আসছে ইইউ

ইইউ সদর দপ্তর ব্রাসেলস বলছে, অভিবাসীদের জোর করে ফিরিয়ে নিয়ে চরম নির্যাতনের মুখোমুখি করে লিবিয়া৷ যা চরম নিন্দনীয়।

লিবিয়ার উপকূলরক্ষীদের বিরুদ্ধে অধিকার কর্মী এবং অভিবাসীদের হুমকি ও বাধা দেওয়ার অভিযোগ এটিই প্রথম নয়।

 

 

 

 

 

 

লিবিয়ার সঙ্গে সমস্যা তো আছেই৷ কিন্তু ভূমধ্যসাগর হয়ে অভিবাসনপ্রত্যাশীদের প্রধান গন্তব্যস্থল ইটালির সঙ্গেও চলছে এনজিওগুলোর সাপে নেউলে সম্পর্ক।
অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধারে কাজ করা জাহাজগুলোকে একসঙ্গে একাধিক অভিযান পরিচালনা করতে পারবে না জানিয়ে ডিক্রি জারি করেছে ইটালি৷ এ নিয়ে সমালোচনার মুখে রয়েছেন ইটালির কট্টর ডানপন্থি প্রধানমন্ত্রী জর্জা মেলোনি।

উদ্ধার সংস্থা এসওএস মেডিটারানে সোমবার এক বিবৃতিতে জর্জা মেলোনি এবং প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলার প্রতি ‘এনজিওগুলোর বিরুদ্ধে যুদ্ধ বন্ধের’ আহ্বান জানিয়েছে৷

গত রোববার থেকে সেন্ট্রাল ভূমধ্যসাগরে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোর টানা অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরুর পরিপ্রেক্ষিতে রোমের প্রতি এই আবেদন জানানো হয়েছে।

ইটালি সরকারের উদ্দেশে লেখা চিঠিতে আরো জানানো হয়েছে, “আসুন আমরা সমুদ্রে যতটা সম্ভব প্রাণ বাঁচাতে সহযোগিতা করি। আসুন আমরা জীবন বাঁচানোর লক্ষ্যে একটি যৌথ সহযোগিতা পরিকল্পনা তৈরি করি। এটি ইউরোপীয় ইউনিয়নকে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে প্ররোচিত করতে পারে। এই ইস্যুতে একটি সমন্বিত উদ্ধার কার্যক্রম স্থাপন করা জরুরি৷ সামনের গ্রীষ্মে সমুদ্রের পরিস্থিতি ভয়ঙ্কর হওয়ার আশঙ্কা রয়েছে৷’’

 

 

আরো পড়ুন

কর্মী সংকট মেটাতে অভিবাসীদের চায় সার্বিয়া, সহজ করছে ওয়ার্ক পারমিট

নিজের মায়ের নাম খুঁজে ফিরেন বাংলাদেশী যুদ্ধশিশু জেইন রাধিকা

দক্ষিণ এশিয়ায় খ্রিষ্টান রাষ্ট্রের গুঞ্জন