22.7 C
London
July 25, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

ভেপ ও খাবারের লোভ দেখিয়ে ধর্ষণঃ বার্মিংহামে অভিবাসীর নৃশংসতার বিচার

যুক্তরাজ্যে একটি মর্মান্তিক ধর্ষণ মামলায় সিরীয় বংশোদ্ভূত অভিবাসী মোহাম্মদ ওয়াহিদ মোহাম্মদকে ১২ বছরের কারাদণ্ড ও ৫ বছরের সুপারভিশনে রেখে কঠোর শর্তে মুক্তি দেয়া হবে।

তথ্যমতে জানা যায়, ২৪ সেপ্টেম্বর ২০২৪ রাতে অপ্রাপ্তবয়স্ক মেয়েটি বাড়ি থেকে পালিয়ে বার্মিংহাম সিটি সেন্টারে পৌঁছায়। সেখানে এক গৃহহীন নারী তাকে ভিলা সুপারমার্কেটে নিয়ে যায়, যেখানে বেআইনিভাবে কাজ করত ২২ বছর বয়সী ওয়াহিদ। সে মেয়েটিকে “রাস্তা নিরাপদ নয়” বলে ভয় দেখিয়ে দোকানের ভিতরে ডেকে নেয়। পরে তাকে উপরের শোয়ার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে, যদিও মেয়েটি বারবার নিজের বয়স ১২ বছর বলে জানিয়েছিল।

বার্মিংহাম ক্রাউন কোর্টে বিচারক রডেরিক হেন্ডারসন ওয়াহিদকে “বিপজ্জনক অপরাধী” আখ্যা দিয়ে বলেন, “তুমি তার কম বয়স ও অসহায়ত্বকে পুঁজি করেছ।” অভিযুক্ত প্রথমে মেয়েটির “সম্মতি” থাকার দাবি করলেও, আদালত তাকে ধর্ষণ ও শিশু নির্যাতনের দায়ে দোষী সাব্যস্ত করে।

পুলিশ অভিযুক্তের কাস্টডি ছবি প্রকাশ করেছে, যা গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে। আদালত জানিয়েছে, জেল শেষে অভিযুক্তকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হতে পারে।

উল্লেখ্য অভিযুক্ত ওয়াহিদের আইনজীবী নিকোলাস ডেভাইন তার ক্লায়েন্টের “কঠিন জীবন” ও পূর্বেকার সুনির্দিষ্ট অপরাধের রেকর্ড না থাকার কথা উল্লেখ করলেও, আদালত ন্যায়বিচার নিশ্চিত করেছে বলে জানা যায়।

সূত্রঃ দ্য এক্সপ্রেস

এম.কে
২৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

যুক্তরাজ্যে শিশুদের খেলার মাঠ থেকে মিলল ১৭৫টি যুদ্ধবোমা

যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে ১০ লাখ পাউন্ড খরচঃ অভিবাসন মামলায় ফুলেফেঁপে উঠছে আইনজীবীরা

গ্র‍্যাজুয়েট ভিসা স্কিমের পক্ষে মত দিয়েছে মাইগ্রেশন অ্যাডভাইজরি কমিটি