3.1 C
London
January 22, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর, মৌলভীবাজারে প্রবাসী স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত

মৌলভীবাজার-৩ (রাজনগর-মৌলভীবাজার সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া ভোটার তালিকায় মৃত ব্যক্তির স্বাক্ষর থাকায় তা তদন্তের জন্য তার মনোনয়নপত্র স্থগিত করেন রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম।

সোমবার ৪ নভেম্বর সকালে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মৌলভীবাজার-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র বাচাই-বাছাই শুরু হয়। এ সময় স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের মনোনয়নপত্র বাছাইয়ের সময় দেখা যায়, তিনি মোট ভোটারের এক শতাংশ ভোটারের সমর্থন স্বাক্ষরসহ জমা দিয়েছেন। সেখানে তার সমর্থনকারী মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া এগারো মাস আগেই মৃত্যুবরণ করেছেন। মৃত্যু ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন এই নিয়ে প্রশ্ন তুলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা। এ ছাড়াও সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় এ নামে কোনো ভোটার পাওয়া যায়নি। অন্যদিকে সমর্থনকারী বাছিত মিয়া তিনি নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা।

এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. উর্মি বিনতে সালাম বলেন, আমরা নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নেব। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে তাই হবে। আজকের নির্দিষ্ট সময়ের মধ্যে তদন্ত করে সিদ্ধান্ত জানানো হবে।

এম.কে
০৪ ডিসেম্বর ২০২৩

আরো পড়ুন

ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে একটি হাসপাতাল উদ্বোধন করলেন ড. ইউনুস

করোনাকালে ঘুড়ি বিক্রির ধুম

অনলাইন ডেস্ক

শপথ নিতে ডাক পেলেন ডা. সায়েদুর, সেখ বশির, ফারুকী ও মাহফুজ