2.3 C
London
January 20, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মঙ্গলবার থেকে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের গণগ্রেফতার শুরু

আগামীকাল সোমবার (২০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার অভিষেকের পর দিন থেকেই দেশটিতে অবৈধ অভিবাসীদের গণহারে গ্রেফতার শুরু করবে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষ।

ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের একজন শীর্ষ সীমান্ত কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার হোয়াইট হাউসে ফিরে আসা রিপাবলিকান ট্রাম্পের প্রথম পদক্ষেপ হবে এটি।

এর মাধ্যমে তিনি লাখ লাখ অবৈধ অভিবাসীকে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের যে প্রতিশ্রুতি নির্বাচনী প্রচারণায় দিয়েছিলেন তা রক্ষা করবেন।

ট্রাম্পের নতুন প্রশাসন মঙ্গলবার থেকে শিকাগোতে ‘অভিবাসন অভিযান’ চালানোর পরিকল্পনা করছে বলে প্রতিবেদন থেকে জানা গেছে।

ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)-এর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক হোমান, যিনি ট্রাম্পের প্রথম মেয়াদে সীমান্তে অভিবাসী বাবা-মা এবং শিশুদের পৃথক করার নীতি তত্ত্বাবধান করেছিলেন।
তিনি বলেছেন, “দেশের অনেক জায়গায় বড় অভিযান হতে চলেছে। শিকাগো অনেক জায়গার মধ্যে একটি মাত্র। মঙ্গলবার, আইসিই অবশেষে তাদের কাজ করতে মাঠে নামবে। ”

হোমান আরও বলেন, “আমরা আইসিইকে নির্দেশ দিয়েছি ক্ষমা চাওয়া ছাড়াই অভিবাসন আইন বলবৎ করার। প্রথমে সবচেয়ে খারাপ, জননিরাপত্তার হুমকির দিকে মনোনিবেশ করা হবে। কিন্তু কেউই বাদ যাবে না। যারা অবৈধভাবে দেশে রয়েছে তাদের সমস্যা হবে।”

সূত্রঃ বিবিসি, আল-জাজিরা, রয়টার্স

এম.কে
২০ জানুয়ারি ২০২৫

আরো পড়ুন

ফিলিস্তিনের বাস্তবতা শুধু মুসলমানদের নয়, মানবজাতির জন্যই উদ্বেগেরঃ ড. ইউনূস

নিউজ ডেস্ক

শত বছরের মধ্যে জুলাই হতে পারে উষ্ণতর মাস

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের সময় এসেছেঃ যুক্তরাষ্ট্র