4.7 C
London
December 22, 2024
TV3 BANGLA
আন্তর্জাতিকশীর্ষ খবর

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অবস্থায় বিশ্বব্যাপী বাড়তে পারে ব্যারেল প্রতি তেলের দাম

বিশ্বব্যাংকের মতে, মধ্য প্রাচ্যের দ্বন্দ্ব বা যুদ্ধপরিস্থিতির কারণে তেলের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। তেলের দাম নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে প্রতি ব্যারেলের দাম ১৫০ ডলারের বেশি হতে পারে।

ইউক্রেনে রাশিয়ান আগ্রাসনের কারণে দ্রব্যমূল্যের দাম ইতিমধ্যে হাতের নাগালের বাইরে, এই অবস্থায় নতুন যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে অস্থিতিশীল অবস্থা তেল এবং খাদ্য দ্রব্যের মূল্য বৃদ্ধি করবে বলে জানায় বিশ্বব্যাংক।

বর্তমান অবস্থায় তেলের দাম প্রায় ৯০ ডলার ব্যারেল স্থির ছিল বলে জানায় সংশ্লিষ্টরা এবং তেলের দাম কমারও পূর্বাভাস ছিল। তবে বিশ্বব্যাংক সতর্ক করে দিয়ে জানায় বরং উলটো অবস্থা সৃষ্টির সমূহ সম্ভাবনা রয়েছে। বর্তমান পরিস্থিতিকে ১৯৭০ সালের তুলনা করে তারা জানায় ১৯৭৩ সালে আরব যুদ্ধে যেমন তেল উৎপাদনকারী দেশ একজোট হয়ে সিদ্ধান্ত নিয়েছিল তেল বিক্রি বন্ধের এবারও একই পরিস্থিতিতে পড়তে যাচ্ছে বিশ্ব।

উল্লেখ্য যে, ১৯৭০ সালের দ্বন্দ্বে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন দেয়ায় মধ্য প্রাচ্যের সকল দেশ একজোট হয়ে তেলের উৎপাদন কমিয়ে দেয়। যা বিশ্ববাজারে ব্যাপক সংকটের জন্ম দেয়। তাছাড়া এই মাসে ইউরোপীয় গ্যাসের দাম বাড়ারও সম্ভাবনা রয়েছে। কারণ বিনিয়োগকারীরা আশঙ্কা করেন গাজা স্ট্রিপের কাছে গ্যাসের পাইপলাইনে গ্যাস সরবরাহের বিঘ্ন ঘটলে বিশ্বব্যাপী গ্যাস সরবরাহ ক্ষতিগ্রস্ত হবে।

এম.কে
০১ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

অবশেষে হোয়াইট হাউস থেকে ট্রাম্পের বিদায়

অনলাইন ডেস্ক

ইতালিতে করোনায় একদিনে গেল চার বাংলাদেশির প্রাণ

বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন জর্ডানের অবৈধ বাংলাদেশিরা