TV3 BANGLA
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে আমাকে অভিশংসিত হতে হবেঃ ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দল রিপাবলিকান পার্টিকে সতর্ক করে দিয়ে বলেছেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে না পারলে তাকে আবারও ‘অভিশংসনের’ মুখে পড়তে হবে।

 

স্থানীয় সময় মঙ্গলবার (৬ জানুয়ারি) ওয়াশিংটনের কেনেডি সেন্টারে আয়োজিত রিপাবলিকান আইনপ্রণেতাদের এক সভায় তিনি এ মন্তব্য করেন।

ক্যাপিটল হিল হামলার পাঁচ বছর পূর্তির দিনে ট্রাম্প তার দলের আইনপ্রণেতাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের এ নির্বাচনে জিততেই হবে। কারণ আমরা যদি সংখ্যাগরিষ্ঠতা হারাই, তবে ডেমোক্র্যাটরা আমাকে অভিশংসন করার কোনো না কোনো অজুহাত খুঁজে বের করবে। আমি নিশ্চিতভাবেই অভিশংসিত হবো।’

উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে দুইবার অভিশংসিত হয়েছিলেন। ২০১৯ সালে ক্ষমতার অপব্যবহার এবং ২০২১ সালে ক্যাপিটল হিল হামলায় উসকানি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয়া হয়েছিল। যদিও দুইবারই তিনি উচ্চকক্ষ সিনেটে খালাস পান। মঙ্গলবারের সভায় ট্রাম্প দাবি করেন, আগের দুইবারও তাকে ‘বিনা কারণে’ হেনস্তা করা হয়েছিল।

২০২৬ সালের আসন্ন নির্বাচন নিয়ে ট্রাম্প বলেন, রিপাবলিকানদের নীতি ডেমোক্র্যাটদের চেয়ে অনেক উন্নত। তবে তিনি স্বীকার করেন যে, সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্টের দল মধ্যবর্তী নির্বাচনে আসন হারায়, যা একটি বড় চ্যালেঞ্জ।

নির্বাচনি বৈতরণী পার হতে তিনি গর্ভপাত ইস্যুতে দলীয় অবস্থান কিছুটা ‘নমনীয়’ করার পরামর্শ দেন এবং স্বাস্থ্যসেবা খাতে সরাসরি জনগণের হাতে অর্থ দেওয়ার প্রস্তাব করেন।

বর্তমানে মার্কিন প্রতিনিধি পরিষদে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। ক্যালিফোর্নিয়ার রিপাবলিকান প্রতিনিধি ডগ লামালফার আকস্মিক মৃত্যু এবং গত সোমবার মার্জরি টেইলর গ্রিনের আগাম অবসরের ফলে হাউস স্পিকার মাইক জনসনের হাতে এখন মাত্র ২টি আসনের ব্যবধান (টু ভোট মারজিন) অবশিষ্ট রয়েছে। ৪৩৫ আসনের এ পরিষদে ডেমোক্র্যাটদের আসন সংখ্যা ২১৩।

অন্যদিকে, ১০০ আসনের উচ্চকক্ষ সিনেটে রিপাবলিকানরা ৫১-৪৯ ব্যবধানে এগিয়ে থাকলেও মধ্যবর্তী নির্বাচনে এই ব্যবধান উল্টে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই ট্রাম্প বারবার সতর্ক করছেন যে, সামান্য আসন কমলে ডেমোক্র্যাটরা সংসদের নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং তার প্রেসিডেন্সির ওপর আঘাত আনবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ২০২৬ সালের এই মধ্যবর্তী নির্বাচন ট্রাম্প প্রশাসনের ভবিষ্যৎ এবং মার্কিন রাজনীতির গতিপথ নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সূত্রঃ ফক্স নিউজ

এম.কে

আরো পড়ুন

নিউইয়র্কের মেয়র হলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের নির্দেশ দেবেন মামদানি

ট্রাম্প প্রশাসনে যে দায়িত্ব পেলেন ইলন মাস্ক

ক্রিপ্টোকারেন্সি নিয়ে রুশ উলামা কাউন্সিলের ফতোয়া