সৌদি আরবের তাবুক অঞ্চলে শুরু হয়েছে তুষারপাত। তুষারের সাদা চাদরে ঢাকা পড়েছে পর্বতগুলো। নেচে-গেয়ে তুষারপাত উপভোগ করছেন তাবুকের বাসিন্দারা। এমনই নাচ-গানের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
স্থানীয় সংবাদ মাধ্যম সৌদি গেজেট সূত্রে জানা গেছে, পবিত্র দুই নগরী মক্কা-মদিনার দেশে গত জানুয়ারি এমন দৃশ্য দেখা গেছে। তুষারপাতের ঘটনায় বিস্মিত সেখানকার মানুষ। তাবুক অঞ্চলের ছেলে-বুড়ো তথা সকল বাসিন্দা তা মুগ্ধ চোখে দেখেছেন।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের ওই অঞ্চলটি এমনিতেই পর্যটন এলাকা। তার ওপর তুষারপাতের ঘটনা দেখতে সেখানে আশপাশের রাজ্য থেকে লোকজন ভিড় জমান। বিস্মিত নয়নে শুভ্র বরফে ঢাকা পর্বত চূড়ার সেই অপার সৌন্দর্য অবগাহনের দৃশ্য ছবি ও ভিডিওর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
Sand covered snow in the desert in Saudi Arabia pic.twitter.com/GTFbekTnaj
— Mohammed Alyahya محمد اليحيى (@7yhy) January 1, 2022
এরইমধ্যে, তুষারপাত উদযাপনের দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সৌদি নাগরিকরাও একের পর এক মাধ্যমে এই উদযাপনের দৃশ্য শেয়ার করছেন।
৯ জানুয়ারি ২০২২
এনএইচ