TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

মহামারিতে প্লেনের যাত্রী কমেছে ৬৬ শতাংশ

করোনা মহামারির কারণে ২০২০ সালে আকাশ পথে যাত্রী পরিবহন ৬৬ শতাংশ কমেছে বলে তথ্য প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সস্পোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।

 

সংস্থাটি জনায়া- সীমান্ত বন্ধ, ভ্রমণে নিষেধাজ্ঞা ও কড়াকড়ি আর ভ্রমণে আস্থা হারিয়ে ফেলায় ২০২০ সালে নাটকীয়ভাবে কমে গেছে যাত্রীদের প্লেনে ভ্রমণ; যা ইতিহাসে সর্বোচ্চ।

 

এর মধ্যে ২০১৯ সালের চেয়ে সাড়ে ১০ শতাংশ কমেছে এয়ার কার্গো চলাচল, যা ১৯৯০ সালের পর সবচেয়ে বড় ধস।

 

নতুন করে করোনা সংক্রমণের কারণে ভ্যাকসিন বের হলেও এখনো স্বাভাবিক হয়নি পুরো বিশ্বের ফ্লাইট চলাচল। ২০২১ সালও এয়ারলাইন্স ইন্ডাস্ট্রির জন্য কঠিন বছর হবে বলে মনে করছেন আইএটিএর মহাপরিচালক আলেক্সান্ডার ডি জুনায়েক।

 

৪ ফেব্রুয়ারি ২০২১
আন্তর্জাতিক ডেস্ক

আরো পড়ুন

গণশৌচাগারে ব্রিটিশ নৌবাহিনীর সংবেদনশীল নথি

সন্তানদের প্রতিষ্ঠিত করতে সাপ্তাহিক ছুটি ছাড়া ২৭ বছর প্রবাসে, বিদেশি গণমাধ্যমে বাংলাদেশি আবু বকর

যুক্তরাষ্ট্রে ইসলামের দ্রুত প্রসার, ২০৫০ সালের মধ্যে দ্বিগুণের বেশি হবে মুসলমানরা