10.5 C
London
November 16, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মাইলস্টোন ট্র্যাজেডিঃ দুই শিক্ষক পাবেন রাষ্ট্রীয় সম্মাননা

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের জীবন রক্ষায় আত্মোৎসর্গকারী দুই শিক্ষক মাহরীন চৌধুরী ও মাসুকা বেগমকে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। একইসঙ্গে আহতদের চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে।

 

বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

প্রসঙ্গত, ২১ জুলাই মাইলস্টোনের হায়দার আলী ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে আগুন ধরে যায়। শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে মাহরীন ও মাসুকা গুরুতর দগ্ধ হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

সরকার নিহত ও আহতদের পরিবারকে সর্বাত্মক সহায়তা দেবে বলে জানানো হয়েছে।

এম.কে
২৪ জুলাই ২০২৫

আরো পড়ুন

২২ ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার

বহির্বিশ্বে গ্রহণযোগ্যতা হারানোর শঙ্কায় বাংলাদেশের এম.বি.বি.এস ডিগ্রি

রামপুরা বিটিভি সেন্টারে আগুন দিয়েছে স্থানীয় জনতা ও বিক্ষোভকারীরা