19.3 C
London
July 27, 2025
TV3 BANGLA
বাংলাদেশযুক্তরাজ্য (UK)

মাইলস্টোন ট্র্যাজেডিঃ বার্সেলোনার পর ম্যানচেস্টার ইউনাইটেডের শোকবার্তা

রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোকাহত পুরো দেশ। শনিবার (২৬ জুলাই) সকাল পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫। ভয়াবহ এ বিমান দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু।

মর্মান্তিক এ ঘটনার পর ২৩ জুলাই এক চিঠিতে শোক প্রকাশ করেছিল লা লিগার কাতালান ক্লাব বার্সেলোনা। সেই ধারাবাহিকতায় এবার শোক জানিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও। গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বিবৃতিতে শোক জানিয়েছে ইংলিশ প্রিমিয়ার ক্লাবটি।

বিবৃতিতে ইউনাইটেডের পক্ষ থেকে লেখা হয়, ‘ঢাকায় সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় যারা আক্রান্ত, সবার প্রতি ভালোবাসা ও গভীর সমবেদনা জানাই। আমরা যাদের হারিয়েছি, তাদের স্মৃতিতে আপনারা যেন শান্তিপূর্ণভাবে শোক পালন করতে পারেন, সেই প্রার্থনাই করি।’

এর আগে একই ঘটনায় বাংলাদেশে বার্সার অফিশিয়াল সমর্থকগোষ্ঠী ‘পেনিয়া ব্লুগ্রানা বাংলাবার্সা’কে পাঠানো চিঠিতে শোক প্রকাশ করে কাতালান ক্লাবটি।

এক বিবৃতিতে ক্লাবটি জানায়, ‘সম্প্রতি ঢাকার একটি স্কুলে ঘটে যাওয়া এক মর্মান্তিক বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বার্সেলোনার পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আমরা যারা ক্ষতিগ্রস্ত তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।’

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে
২৭ জুলাই ২০২৫

আরো পড়ুন

দক্ষিণ ইয়র্কশায়ারে ১৮০০ কর্মসংস্থান তৈরি করবে ইকো এয়ারশিপ

অনলাইন ডেস্ক

জাতীয় গ্রিডে ত্রু‌টি, সিলেট বিভাগে বিদ্যুৎ বিপর্যয়

বিদেশি শিক্ষার্থীদের নিয়ে যে ভয়াবহ দুঃসংবাদ দিল যুক্তরাজ্য