ক্রিকেট বিশ্বে নানা কারণে নির্ধারিত ম্যাচ বাতিল হতে দেখা যায়। এবার সম্পূর্ণ উদ্ভট এক কারণে ম্যাচ বাতিলের ঘটনা ঘটেছে ওয়েস্ট ইন্ডিজে। দ্বীপ রাষ্ট্রটির একটি ঘরোয়া টুর্নামেন্টে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। যে কারণে হয়নি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও গায়ানার মধ্যকার নির্ধারিত ম্যাচ। ‘ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্ট’—এর বরাতে বেশকিছু সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।
তাদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি স্পোর্টস বলছে, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো এবং গায়ানার মধ্যে একটি ম্যাচ পরিত্যক্ত করা হয়েছে। যার নেপথ্যে রয়েছে গরু। জানা গেছে, গরুর দল রাতে মাঠের ঘাস খেয়ে নেয় এবং কিছু অংশ পদদলিতও করেছিল। আর সেই কারণেই এই ম্যাচটি হয়নি। যদিও খবরটির বিশ্বাসযোগ্যতা যাচাই করা যায়নি।
ঘরোয়া ক্রিকেটেও এর আগে এমন কোনো ঘটনার কথা জানা যায়নি। এর আগে মৌমাছি, কুকুর কিংবা সাপের উপস্থিতির কারণে মাঝে মাঝেই খেলা বন্ধ হতে দেখা গিয়েছিল। তবে গরুর জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ার ঘটনা এই প্রথম।
সূত্রঃ ক্যারিবিয়ান ক্রিকেট পডকাস্ট
এম.কে
১১ ফেব্রুয়ারি ২০২৪