8.3 C
London
January 23, 2025
TV3 BANGLA
বাকি বিশ্ব

মাস শেষে কিছুই থাকে না নিম্ন আয়ের মার্কিনিদের হাতে

মার্কিন সরকারের সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, দেশটিতে দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) শক্তিশালী ভোক্তা ব্যয়ের কারণে অর্থনীতি উল্লেখযোগ্য পরিমাণ সম্প্রসারণ হয়েছে। এছাড়া জুলাইয়ের মূল্যস্ফীতি কমে আসায় ভোক্তাদের ওপর জেঁকে বসা মূল্যচাপ কিছুটা কমেছে। কিন্তু ভোক্তা ব্যয়ের সক্ষমতা দেশটির সব অর্থনৈতিক শ্রেণীর একই হারে বাড়ছে না।

বিশেষ করে নিম্ন আয়ের মার্কিন পরিবারের মাস শেষে হাত প্রায় খালিই থাকছে। সম্প্রতি এ তথ্য দিয়েছে খুচরা বিক্রেতা চেইন ডলার জেনারেল। কম মূল্য বা ছাড়ে পণ্য সরবরাহে বেশি পরিচিত ডলার জেনারেল। যুক্তরাষ্ট্রে ৪৮টি অঙ্গরাজ্যজুড়ে বৃহত্তম এ চেইনের ২০ হাজারের বেশি স্টোর রয়েছে। টেনেসিভিত্তিক ডলার জেনারেল ছোট স্টোরের মাধ্যমে কম দামে খাদ্যপণ্য ও গৃহস্থালি সামগ্রী বিক্রি করে, যাদের অনেক পণ্যের দাম ১ ডলার। এসব স্টোরের বেশির ভাগই প্রত্যন্ত শহর ও নিম্ন আয়ের মানুষ বসবাস করে এমন এলাকায় অবস্থিত।

এফটির এক প্রতিবেদন অনুসারে, কয়েক বছরের উচ্চ মূল্যস্ফীতি ও মহামারীজনিত সঞ্চয় হ্রাসের পর অনেক গ্রাহক এখন আর্থিকভাবে বিপর্যস্ত। একই সময় পণ্যের মজুদসহ নানা সমস্যায় বিপর্যস্ত হয়েছে ডলার জেনারেলের মতো প্রতিষ্ঠানগুলো। আর্থিক প্রতিবেদনে উল্লিখিত নেতিবাচক ফল বিনিয়োগকারীদের কোম্পানির ভবিষ্যৎ কর্মক্ষমতা সম্পর্কে উদ্বিগ্ন করে তুলেছে। ফলে ডলার জেনারেলের শেয়ারদর প্রায় ৩০ শতাংশ কমে গেছে।

চেইন স্টোরটির নথিতে বলা হচ্ছে, কোম্পানির মূল গ্রাহকের দুটি ভাগ রয়েছে। এক ধরনের গ্রাহক নেতিবাচক বা অনিশ্চিত অর্থনৈতিক অবস্থায় যারা প্রথমে প্রভাবিত হন। অর্থনৈতিক অবস্থা ইতিবাচক দিকে গেলে যারা এর সুফল সবশেষে পান তারা রয়েছে দ্বিতীয় ভাগে। ডলার জেনারেলের প্রধান নির্বাহী কর্মকর্তা টড ভাসোস বলেন, ‘ডলার জেনারেলের প্রায় ৬০ শতাংশ ক্রেতা এ দুই ভাগের। বছরে ৩৫ হাজার ডলারের কম আয় করেন, এখন আর্থিকভাবে হাঁসফাঁস অবস্থায় আছেন তারা।’

তিনি আরো বলেন, ‘ক্রেতাদের বেশির ভাগই বলেছেন ছয় মাস আগের তুলনায় তারা আর্থিকভাবে খারাপ অবস্থায় আছেন। পণ্যের উচ্চ মূল্য, কম কর্মসংস্থান ও উচ্চ সুদহার নিম্ন আয়ের ভোক্তাকে নেতিবাচকভাবে প্রভাবিত করেছে।’ ডলার জেনারেলের আর্থিক প্রতিবেদন অনুসারে, ২ আগস্ট শেষ হওয়া প্রান্তিকে কমপক্ষে এক বছর আগে খোলা হয়েছে এমন স্টোরে বিক্রি বেড়েছে দশমিক ৫ শতাংশ, যা কোম্পানির নিজস্ব লক্ষ্যমাত্রা ও ওয়াল স্ট্রিট বিশ্লেষকদের পূর্বাভাসের তুলনায় কম। এর মধ্যে প্রবৃদ্ধির পুরোটাই এসেছে খাদ্যের মতো আবশ্যিক পণ্য থেকে। পোশাক, ঋতুভিত্তিক ও গৃহস্থালি পণ্যে উল্লেখযোগ্য কোনো প্রবৃদ্ধি হয়নি।

নির্বাহীরা জানান, গত প্রান্তিকের প্রতি মাসের শেষ সপ্তাহে বিক্রি সবচেয়ে দুর্বল ছিল। সাধারণ ভোক্তাদের বিষয়ে ডলার জেনারেলের প্রধান আর্থিক কর্মকর্তা কেলি ডিল্টস বলেন, ‘মাসের শেষ দিকে তার হাত খালি হতে শুরু করে।’ অন্যদিকে মার্কিন খুচরা পণ্যের বাজারের বড় দুই কোম্পানি ওয়ালমার্ট ও টার্গেটের সাম্প্রতিক আর্থিক প্রতিবেদন ডলার জেনারেলের বিপরীত চিত্র তুলে ধরে। মধ্যবিত্তের পছন্দের কোম্পানি দুটি জানায়, সর্বশেষ প্রান্তিকে তারা শক্তিশালী প্রবৃদ্ধি অর্জন করেছে। ডলার জেনারেলের সর্বশেষ অর্থবছরে নিট বিক্রি ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১ হাজার ২০ কোটি ডলার হয়েছে। কিন্তু পরিচালন মুনাফা ২০ দশমিক ৬ শতাংশ কমে ৫৫ কোটি ডলারে নেমে এসেছে।

এদিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের প্রতিবেদন অনুসারে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) মার্কিন অর্থনীতিতে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে। এ সময় গত বছরের একই সময়ের তুলনায় জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৩ শতাংশ। মূলত শক্তিশালী ভোক্তা ব্যয় ও ব্যবসায়িক বিনিয়োগ বৃদ্ধি প্রতিফলন দেখা গেছে বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে। এর আগে বাণিজ্য বিভাগের পূর্বাভাস ছিল, জুনে শেষ হওয়া প্রান্তিকে যুক্তরাষ্ট্রে জিডিপি ও পরিষেবা খাত ২ দশমিক ৮ শতাংশ হারে সম্প্রসারণ হবে।

সূত্রঃ এফটি

এম.কে
০১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

জমজম কূপের ভেতরের রহস্য অবাক করল ডুবুরিদের

চীনে ১৩২ যাত্রী নিয়ে প্লেন বিধ্বস্ত

অনলাইন ডেস্ক

মেডিকেল ভর্তি কেলেঙ্কারিতে ভারত তোলপাড়, ৩০-৩২ লাখ টাকায় প্রশ্নপ্রত্র বিক্রি