বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সম্প্রতি এক বক্তব্যে ‘চাঁদা তুলে ইউটিউবারদের সাহায্য’ করার কথা বলেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ও সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। নেটিজেনদের অনেকেই মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে তিনি মূলত জনপ্রিয় ইউটিউবার ইলিয়াস হোসেনকে উদ্দেশ্য করে কটাক্ষ করেছেন।
মির্জা আব্বাসের এমন বক্তব্য কেন হঠাৎ করে এল, তা নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা যেমন দ্বিধান্বিত, তেমনি সাধারণ কর্মী-সমর্থকদের মধ্যেও দেখা দিয়েছে বিভ্রান্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, এই মন্তব্য হিতে বিপরীত হতে পারে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ৫ আগস্ট পূর্ববর্তী সময়ের মতো আর বিএনপির কর্মসূচি অভিন্নভাবে পরিচালিত হচ্ছে না। নেতৃত্বের মধ্যে মতভেদ, অভ্যন্তরীণ গ্রুপিং এবং কৌশলগত দ্বিধা এখন অনেকটাই প্রকাশ্য। তাছাড়া আওয়ামীলীগ বিরোধী রাজনৈতিক জোটগুলোর মধ্যেও ফাটল দেখা যাচ্ছে।
এদিকে সম্প্রতি বিএনপির অন্যতম সমালোচক হিসেবে এনসিপি ও জামাত শিবিরকে উল্লেখ করে অনেকে বলছেন, এই দুই শিবির কখনও এক হয়ে বিএনপিকে আক্রমণ করছে। এমন পরিস্থিতিতে মির্জা আব্বাসের বিতর্কিত মন্তব্য আরও অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করেছে বলেই বিশ্লেষকদের অভিমত।
রাজনৈতিক ভবিষ্যতের পথে এমন বিতর্ক দলীয় ঐক্যে কতটা প্রভাব ফেলবে, তা সময়ই বলে দেবে। তবে বর্তমান পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বকে নতুন করে কৌশল নির্ধারণ ও দলীয় ঐক্য রক্ষার চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৫ এপ্রিল ২০২৫