12.5 C
London
April 21, 2025
TV3 BANGLA
বাকি বিশ্বশীর্ষ খবর

মিয়ানমারে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলি, নিহত ২

মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের বিরুদ্ধে বিক্ষোভে পুলিশ গুলি চালানোয় অন্তত দু’জন নিহত এবং আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

 

রোববার (২৮ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা। খবরে বলা হয়, ইয়াঙ্গুন এবং দক্ষিণাঞ্চলের শহর দাওয়েতে বিক্ষোভকারীদের ওপর স্টান গ্রেনেড ও কাঁদানে গ্যাস ব্যবহার করে এবং ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এ সময় দু’জন বিক্ষোভকারী নিহত হন।

 

মিয়ানমার নাউ মিডিয়া গ্রুপ টুইটারে ইয়াঙ্গুনের হিলডান সেন্টার মোড়ের কাছে রাস্তায় পড়ে থাকা একজন ব্যক্তির ছবি পোস্ট করেছে। তাদের পক্ষ থেকে বলা হচ্ছে, তাকে গুলি করা হয়েছে। প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি ফ্রন্টিয়ার ম্যাগাজিনকে বলেছেন, একটি বাস স্টেশনে আশ্রয় নেওয়া প্রতিবাদকারীদের ওপর গুলি চালিয়েছিল পুলিশ। সেই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে অনেক মানুষ আহত হয়েছেন।

 

এদিকে, মিয়ানমারের রাজনীতিবিদ কিয়া মিন হিটেক রয়টার্সকে জানিয়েছেন, দাউই শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালিয়েছিল। ওই ঘটনায় একজন প্রাণ হারিয়েছেন। এ ছাড়াও বহু মানুষ আহত হয়েছেন। দাউই ওয়াচ সংবাদমাধ্যমও বলছে, গুলি চালানোর ঘটনায় একজন নিহত হয়েছেন এবং এক ডজনেরও বেশি আহত হয়েছেন। রয়টার্সের বরাত দিয়ে আলজাজিরাও বলছে, গুলি চালানোর ঘটনায় একজন নিহত হয়েছেন।

নভেম্বরের সাধারণ নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি (এনএলডি) ব্যাপক জয় পেলেও তার স্বীকৃতি না দিয়ে সেনাবাহিনী নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে ১ ফেব্রুয়ারি ক্ষমতা দখল করে। নির্বাচিত নেত্র্রী সু চি ও এনএলডির অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করে কারবন্দি করে রাখে। এর পর থেকেই মিয়ানমারজুড়ে অস্থিরতা বিরাজ করছে।

 

বিশ্ব গণমাধ্যমে প্রতিবেদন অনুযায়ী, দেশটিতে এমন অস্থিরতায় নানা সময়ে সংঘর্ষে এখন পর্যন্ত নিহত হয়েছেন তিনজন। এ ছাড়াও আহত হয়েছেন বহু। অনেক মানুষকে গ্রেপ্তারও করেছে দেশটির সামরিক সরকার। রয়টার্স জানিয়েছে, এসব ঘটনায় নিয়ে এখনো কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি মিয়ানমারের সেনাবাহিনী কিংবা পুলিশ বাহিনীর পক্ষ থেকে।

 

২৮ ফেব্রুয়ারি ২০২১
এনএইচ

আরো পড়ুন

অবশিষ্ট বড় মসজিদও বদলে দিল চীন

‘বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ বন্ধই থাকবে’

অনলাইন ডেস্ক

শেফের জন্য ৩০০০ পাউন্ড সাইন-ইন বোনাস, ছয় অংকের বেতন!