7.2 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনতে হিমসিম খাচ্ছে কনজারভেটিভ সরকার

চ্যান্সেলর জেরেমি হান্ট যুক্তরাজ্যের ট্যাক্স হার কমিয়ে আনার বিষয়ে বিবেচনা করছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়। অর্থনীতি বিশ্লেষকদের মতে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির চাপ হতে বাঁচতে ট্যাক্স হার কমিয়ে আনা জনজীবনে স্বস্তি দিতে পারে।

হান্ট ট্যাক্স হার কমিয়ে আনার যে পরিকল্পনা হাতে নিতে যাচ্ছেন তাতে প্রত্যাশিত সরকারী ব্যয়ে প্রভাব পড়তে পারে। কারণ সরকার মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি মোকাবেলায় বিভিন্ন সহায়তা ফাণ্ড দেবার ঘোষণা দিয়েছে। তাছাড়া অনেক পরিবার সহায়তা ফান্ডের অর্থ নিজেদের ব্যাংক হিসাবে গ্রহণও করেছেন।

তবে যুক্তরাজ্যের মুদ্রাস্ফীতি গত মাসে প্রত্যাশার চেয়ে আরও কমে যাওয়ার কারণে টরি এমপিরা একটি প্রাক-নির্বাচন ছাড়ের দাবী করেন। ঋষি সুনাক ও জেরেমি হান্ট উভয়েই মুদ্রাস্ফীতি কমিয়ে আনতে কাজ করে যাওয়ার জন্য একমতে পৌঁছেছেন।

উত্তরাধিকার শুল্ক হ্রাস করা নিয়ে ফাইন্যান্সিয়াল কমিটি বিকল্প বিবেচনা নিয়ে ভাবছে। যুক্তরাজ্য সরকারের ওবিআর কর্মকর্তারা শুক্রবার চ্যান্সেলরের কাছে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করবেন বলে খবরে জানা যায়। যাতে নিজের তৈরি আর্থিক নিয়মগুলি ভঙ্গ না করেই শুল্ক হ্রাসের কাজ করা যায়।

ইনস্টিটিউট ফর ফিসিক্যাল স্টাডিজ বলেছে, উত্তরাধিকার শুল্ক বাতিল করার জন্য এক বছরে সরকারের আনুমানিক ৭ বিলিয়ন পাউন্ড ব্যয় হবে। এই সুবিধা বেশি মূল্যের সম্পত্তির উত্তরাধিকারী লোকেরা উপভোগ করবে।

নাদিম জাহাভী, একজন মাল্টিমিলিয়নিয়ার এবং প্রাক্তন কনজারভেটিভ চ্যান্সেলর, এই করটি বাতিল করার জন্য একটি প্রচারণার নেতৃত্ব দিয়েছেন। তিনি বর্তমান চ্যান্সেলরের বিভিন্ন কাজের সমালোচনা করেন এবং বর্তমান সময়ে মুদ্রাস্ফীতি মানুষের জনজীবনকে কিভাবে খারাপভাবে প্রভাবিত করছে তাও পর্যালোচনা করেন।

এম.কে
১৭ নভেম্বর ২০২৩

আরো পড়ুন

নন-ইউকে ইইউ নাগরিক ও ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ

ঋষি সুনাকের নেতৃত্ব গুণের কারণে হারতে যাচ্ছে কনজারভেটিভ পার্টিঃ জরিপ

যুক্তরাজ্যে ৬০,০০০ এসাইলাম প্রার্থীর আবেদন মঞ্জুর করা হবে