12.6 C
London
October 28, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মুফতি মুহিবুল্লাহ ‘অপহরণ’ নাটকের পেছনে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের ইঙ্গিত

পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর অপহরণ রহস্যের চাঞ্চল্যকর তথ্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত এই ঘটনাটি আসলে পূর্বপরিকল্পিত এক স্ব-অপহরণ নাটক ছিল বলে নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

পুলিশ জানিয়েছে, মুফতি মুহিবুল্লাহর অপহরণ সংক্রান্ত যে হুমকিপূর্ণ চিঠিগুলো ইসকনের নামে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছিল, সেগুলো আসলে তার নিজেরই লেখা। এছাড়া তাকে কেউ অপহরণ করেনি—বরং তিনি নিজেই ব্যাগে শিকল ভরে দুইটি বাস পাল্টে পঞ্চগড়ে গিয়ে আত্মগোপন করেন। পরবর্তীতে পরিকল্পনা অনুযায়ী ‘অপহরণের শিকার’ দাবি করে পুলিশে খবর দেন তিনি।

তদন্ত কর্মকর্তারা মনে করছেন, এই স্ব-অপহরণ নাটকের উদ্দেশ্য ছিল ধর্মীয় সংবেদনশীলতাকে কাজে লাগিয়ে দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করা। ইসকনের নামে হুমকি ও ‘লাভ জিহাদ’–এর মতো স্পর্শকাতর বিষয় যুক্ত করার মাধ্যমে একটি বিশেষ গোষ্ঠীকে উসকে দেওয়ার চেষ্টা করা হয়।

বিশ্লেষকরা বলছেন, ঘটনাটির পেছনে গভীর রাজনৈতিক উদ্দেশ্য লুকিয়ে থাকতে পারে। একটি অশুভ চক্র এই ধরনের বিভ্রান্তিকর প্রচারণা ও ভুয়া অপহরণের নাটকের মাধ্যমে দেশে ধর্মীয় বিভাজন বাড়িয়ে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মনে করছে, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর পেছনে পরিকল্পিতভাবে একটি নেটওয়ার্ক কাজ করেছে, যারা ধর্মীয় আবেগকে রাজনৈতিক ফায়দার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চেয়েছে।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মুফতি মুহিবুল্লাহ মিয়াজীকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং তার সঙ্গে জড়িত সব সহযোগীর পরিচয় উদ্ঘাটনে তদন্ত চলছে। পাশাপাশি ভবিষ্যতে ধর্মীয় উসকানিমূলক মিথ্যা অপহরণ বা হুমকির ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্লেষকদের মতে, ঘটনাটি স্পষ্ট করে দিয়েছে—ধর্ম ও বিশ্বাসের অপব্যবহার করে রাষ্ট্রে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা এখনও সক্রিয়, এবং এ ধরনের ষড়যন্ত্র ঠেকাতে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

সিলেটের মানিক পীর কবরস্থানকে ঘিরে চলছে হাজারো অব্যবস্থাপনা

অনলাইন ডেস্ক

আওয়ামী লীগের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হতে পারেঃ জিটিওকে প্রধান উপদেষ্টা

সিলেটে উইমেন্স হাসপাতাল থেকে লাফ দিয়ে যুবকের মৃত্যু