8 C
London
February 22, 2025
TV3 BANGLA
আন্তর্জাতিক

মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন মাখোঁ!

আশা জাগিয়ে অবশেষে মুসলিমদের সঙ্গে বেইমানি করলেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত-আইসিসি। তখন বেশ কয়েকটি ইউরোপীয় দেশ জানিয়েছিল তারা আদালতের এই আদেশের প্রতি সম্মান দেখাবে। সেই তালিকায় ছিল ফ্রান্সের নামও।

যদিও নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে এমন কথা স্পষ্টভাবে জানাননি প্যারিসের কর্মকর্তারা। তবে অনেকেই ভেবেছিলেন, অন্যতম মিত্র প্যারিসের এমন হুঁশিয়ারিতে চাপে পড়বেন নেতানিয়াহু। এখন প্যারিস বলছে, নেতানিয়াহু আন্তর্জাতিক গ্রেপ্তারির আওতামুক্ত।

দ্য হেগ ভিত্তিক কোর্ট গেল সপ্তাহে নেতানিয়াহু ও গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তারা আন্তর্জাতিক বিচারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। গেল বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর এই দুজনের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার অভিযোগ ওঠে।

প্রভাবশালী এই নেতাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে তাদের গ্রেপ্তারে পরোয়ানা জারি করে আইসিসি। এরপর বিভিন্ন দেশ তাদের গ্রেপ্তারে নিজেদের অবস্থান ব্যক্ত করে। তবে বুধবার ফ্রান্স জানায়, তারা নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে না। কারণ তিনি একটি দেশের বর্তমান প্রধানমন্ত্রী। আবার ইসরায়েল আইসিসির সদস্যও নয়।

এম.কে
৩০ নভেম্বর ২০২৪

আরো পড়ুন

সিরিয়ার নির্বাসিত শাসক বাশার আল-আসাদকে বিষপ্রয়োগে হত্যার চেষ্টা

ইসরায়েলি হামলার সময় ইয়েমেন বিমানবন্দরে ডব্লিউএইচও প্রধান

বৃটিশ নাগরিকদের ডেনমার্ক হতে অপসারণের জন্য ব্রেক্সিট ডিলকে দায়ী করেছেন বৃটিশ নাগরিকেরা