TV3 BANGLA
বাংলাদেশ

মুস্তাফিজ বিতর্কে যোগ দিলেন কুদ্দুস বয়াতি

চলমান আইপিএল-মুস্তাফিজ ইস্যু নিয়ে দেশের সর্বত্র আলোচনার চায়ের কাপে ঝড় উঠেছে। এবার তাতে যোগ দিলেন জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি।

 

রোববার (৪ জানুয়ারি) নিজের দেওয়া এক ফেসবুক পোস্টে লিখেন, ‘এক সময় ইন্ডিয়া কারো সঙ্গে ক্রিকেট খেলবে না, তারা নিজেরাই নিজেরাই খেলবে… যেমন ইন্ডিয়া বনাম ভারত।’

মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে এবার ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। উগ্র হিন্দুবাদী নেতা ও ধর্মগুরুরা দাবি করেন, বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে ভারতের বিমানবন্দরেই নামতে দেওয়া হবে না। তাদের আক্রোশে ইন্ধন জোগায় ক্ষমতাসীন বিজেপি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো।

শেষ পর্যন্ত উগ্র হিন্দুবাদী সমর্থকগোষ্ঠীর উন্মাদনার কাছে নতি স্বীকার করে শনিবার সকালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাইট রাইডার্সকে নির্দেশ দেয় দল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার জন্য।

মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়া নিয়ে শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দীর্ঘ এক স্ট্যাটাস দেন অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল।

পোস্টে তিনি বলেন, ‘উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর কাছে নতি শিকার করে বাংলাদেশের ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতের ক্রিকেট বোর্ড। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আমি ক্রিকেট কন্ট্রোল বোর্ডকে বলেছি তারা যেন আইসিসির কাছে পুরো বিষয়টি ব্যাখ্যা করে লিখে।’

তিনি আরও লেখেন, ‘বোর্ড যেন জানিয়ে দেয় যে যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটার চুক্তিবদ্ধ হওয়া সত্ত্বেও ভারতে খেলতে পারেন না, সেখানে বাংলাদেশের গোটা ক্রিকেট টিম বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ মনে করতে পারে না। বোর্ড থেকে বাংলাদেশের বিশ্বকাপ খেলাগুলো শ্রীলংকায় অনুষ্ঠিত করার অনুরোধ জানানোর নির্দেশনাও আমি দিয়েছি। আমি তথ্য এবং সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ করেছি বাংলাদেশ আইপিএল খেলার সম্প্রচারও যেন বন্ধ করে দেওয়া হয়!’

সবশেষে ক্রীড়া উপদেষ্টা লেখেন, ‘আমরা কোনো অবস্থাতেই বাংলাদেশের ক্রিকেট, আমাদের ক্রিকেটার এবং বাংলাদেশকে অবমাননা মেনে নেব না। গোলামির দিন শেষ।’

আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু আগামী ৫ ফেব্রুয়ারি। সেই বিশ্বকাপ অনুষ্ঠিত হবে শ্রীলংকা ও ভারতে। তার আগে বিসিবি নীতিগত সিদ্ধান্ত নিয়েছে যে, বর্তমান পরিস্থিতিতে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয়। শিগগিরই ভেন্যু বদলানোর দাবিও তুলবে আইসিসির কাছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

রাষ্ট্রপতির বিষয়ে যে সিদ্ধান্ত হলো উপদেষ্টা পরিষদে

দেশের বিভিন্ন জেলায় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজ করছেন শিক্ষার্থীরা

ভারতকে ছাড়িয়ে আসিয়ান জোটে বাংলাদেশঃ অর্থনীতিতে নতুন যুগের সূচনা!