21 C
London
July 14, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মেক্সিকোর স্বনামধন‍্য ম্যাগাজিনের কভারে জুলাই অভ্যুত্থান

বাংলাদেশের জুলাই আন্দোলনের গাঁথা এবার উঠে এলো মেক্সিকোর স্বনামধন‍্য ম্যাগাজিনে। স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে জায়গা করে নিয়েছে বাংলাদেশের অদম্য দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় ছাত্র-জনতার আন্দোলন।

এছাড়াও ম্যাগাজিনটি প্রকাশ করেছে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত সাংবাদিক এবং সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারীর একটি দীর্ঘ সাক্ষাৎকার।

বুধবার (৯ এপ্রিল) মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী তার ফেসবুক প্রোফাইল থেকে ম্যাগাজিনটির কয়েকটি পাতা শেয়ার করেন।

তিনি লিখেন, স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর স্বনামধন‍্য কূটনৈতিক ম্যাগাজিন ‘মুন্ডো’-এর কভার স্টোরিতে উঠে এসেছে অবাক করা বাংলাদেশের অনমনীয় দ্রোহ ও এগিয়ে যাওয়ার উদ্দীপনাময় সম্ভাবনার গল্প।

ম্যাগাজিনের কভারে জাতীয় সংসদ ভবনের সামনে ৫ আগস্টের একটি চিত্র তুলে ধরা হয়। ৬৪ পৃষ্ঠার ম্যাগাজিনটির প্রায় এক তৃতীয়াংশ জুড়েই ছিল বাংলাদেশের জুলাই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী সম্ভাবনাময় ভবিষ্যৎ নিয়ে একাধিক নিবন্ধ।

স্প্যানিশ ভাষার জনপ্রিয় ম্যাগাজিন মুন্ডো গত ৩৫ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে। ত্রৈমাসিক এই ম্যাগাজিনটিতে নিয়মিত আন্তর্জাতিক বিভিন্ন খবর ও প্রতিবেদন প্রকাশ করা হয়।

এম.কে
১১ এপ্রিল ২০২৫

আরো পড়ুন

একমাসে ৮০০ মিলিয়ন ডলার বকেয়া বিদেশি দায় পরিশোধ করেছে বাংলাদেশঃ গভর্নর

অন্তর্বর্তী সরকারের দ্বিতীয় ইনিংস শুরুঃ প্রধান উপদেষ্টা

সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন গ্রেপ্তার