12.9 C
London
October 27, 2025
TV3 BANGLA
বাংলাদেশ

মেট্রোরেলের ব্রেকপ্যাড ত্রুটিতে মৃত্যুর পর ৫ লাখ টাকা সহায়তা, সরকারের ব্যয় নিয়ে তীব্র ক্ষোভ

রাজধানীর মেট্রোরেলে ত্রুটিপূর্ণ ব্রেকপ্যাড খুলতে গিয়ে মর্মান্তিকভাবে নিহত হন প্রযুক্তিবিদ আবুল কালাম আজাদ। তার পরিবারের জন্য সরকার ঘোষিত ৫ লাখ টাকার আর্থিক সহায়তা সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

সরকারি সহায়তাকে ‘রাষ্ট্রীয় মকারি’ আখ্যা দিয়েছেন লেখক ও নাগরিক বিশ্লেষক জুলকারনাইন সায়ের। তিনি এক ফেসবুক পোস্টে লেখেন, “একজন পরিশ্রমী কর্মীর মৃত্যুর মূল্য যদি হয় ৫ লাখ টাকা, তবে তা আসলে এক ধরনের উপহাস।”

সায়ের আরও বলেন, “প্রধান উপদেষ্টার ২০২৫ সালের জুন মাসে যুক্তরাজ্য সফরের হোটেল ব্যয়ের সঙ্গে তুলনা করলে বোঝা যায় রাষ্ট্রের অর্থ ব্যয়ের অগ্রাধিকার কোথায়।” তার দেওয়া তথ্যমতে, ওই সফরে প্রধান উপদেষ্টার লন্ডনের একটি হোটেলে এক রাতের রুম ভাড়া ছিল প্রায় ৯.৬৭ লাখ টাকা, যেখানে চার রাতের জন্য প্রদান করা হয়েছে ৩৮ লাখ ৬৮ হাজার টাকা।

এছাড়া নিরাপত্তা উপদেষ্টার রুম ভাড়া ছিল প্রতিরাতে ৮ লাখ টাকা, চার রাতের জন্য মোট ৩২ লাখ টাকা। সফরসঙ্গীদের জন্য বরাদ্দকৃত স্যুটের ভাড়াও ছিল চোখ ধাঁধানো — ৩.৮১ লাখ, ৩.৫২ লাখ ও ১.৭৬ লাখ টাকা প্রতি রাতে, যার চার রাতের বিল মিলিয়ে দাঁড়ায় ৩৬ লাখ টাকারও বেশি।

এই তথ্য প্রকাশের পর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। অনেক ব্যবহারকারী মন্তব্য করেছেন, “যেখানে একজন কর্মীর জীবনের মূল্য মাত্র পাঁচ লাখ টাকা, সেখানে এক রাতের হোটেল বিল কোটি টাকার কাছাকাছি — এটাই বর্তমান শাসনব্যবস্থার প্রতিচ্ছবি।”

অনেকে আওয়ামী লীগ সরকারের সময়কার অব্যবস্থাপনা ও দুর্নীতিকেই মেট্রোরেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনার জন্য দায়ী করছেন। তাদের মতে, অবহেলা ও অনিয়মের কারণে রাষ্ট্রীয় প্রকল্পগুলো এখন মানুষের প্রাণ কেড়ে নিচ্ছে।

বিশ্লেষকদের মতে, সরকারের এই ক্ষতিপূরণ সিদ্ধান্ত মানবিক হলেও, তা বাস্তব পরিস্থিতির তুলনায় অত্যন্ত অপ্রতুল। রাষ্ট্রীয় বড় ব্যয় ও সাধারণ নাগরিকের জীবনের মূল্যায়নের এই বৈষম্যই এখন জনমতের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

সূত্রঃ স্যোশাল মিডিয়া

এম.কে

আরো পড়ুন

ফেসবুকে হরতাল ডেকে মাঠে নেই আওয়ামী লীগ!

রাখাইনে ‘স্বাধীন’ দেশের সম্ভাবনা? বাংলাদেশের মহাবিপদ!

বিএসইসির চেয়ারম্যানের দায়িত্ব নিচ্ছেন না মাসরুর রিয়াজ