TV3 BANGLA
বাংলাদেশ

মেট্রোরেলে যেসব জিনিস বহন নিষিদ্ধ

যাত্রীদের সার্বিক নিরাপত্তা ও সুবিধার কথা মাথায় রেখে মেট্রোরেল স্টেশন ও মেট্রো ট্রেনে কিছু বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে। গত ২৯ আগস্ট ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সভায় আলোচনা-পর্যালোচনা শেষে মেট্রোরেলে এসব দ্রব্য সামগ্রী বহন নিষিদ্ধ করতে অনুমোদন দেন। ২ সেপ্টেম্বর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

নিষিদ্ধ এসব জিনিস নিয়ে গেলে আপনাকে স্টেশন থেকে ফিরে আসতে হতে পারে। তাই জেনে নিন যেসব বস্তু বহন নিষিদ্ধ করা হয়েছে মেট্রোতে।

নিষিদ্ধ দ্রব্যের তালিকা

১. ট্রলি ব্যাগ

২২ ইঞ্চি দৈর্ঘ্য, ১৪ ইঞ্চি প্রস্থ ও ৯ ইঞ্চি উচ্চতা এবং ১৫ কেজির বেশি ওজনের ট্রলি ব্যাগ

২. ব্যাগ

২২ ইঞ্চি দৈর্ঘ্য, ১৪ ইঞ্চি প্রস্থ ও ৯ ইঞ্চি উচ্চতার চেয়ে বড় আকারের হাত ব্যাগ বা ব্যাক প্যাক।

৩. কার্টন

২২ ইঞ্চি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার চেয়ে আকারে বড় সব ধরনের মালামালের কার্টন।

৪. বস্তা

সকল প্রকার মালামালের বস্তা (প্লাস্টিক, পাট, মোটা কাপড় ইত্যাদির তৈরি)।

৫. জীব-জন্তু

যেকোনো পশু-পাখি ও জন্তু মেট্রোতে বহন করা যাবে না (তবে অনুমতি সাপেক্ষে অন্ধদের পথ দেখানোর জন্য প্রশিক্ষিত গাইড কুকুর নেওয়া যেতে পারে)।

৬. হিমায়িত খাদ্য দ্রব্য

হিমায়িত সকল প্রকার খাদ্য দ্রব্য (যেমন: মাছ, মাংস, দুধ, রসালো মিষ্টি, পানি ইত্যাদি) যা থেকে পানি পড়ে স্টেশন বা ট্রেন নোংরা হতে পারে এবং গন্ধ ছড়াতে পারে।

৭. কাঁচাবাজার

সকল প্রকার কাঁচা শাক সবজি, মাছ-মাংস অথবা পানি ঝরছে বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন কাঁচাবাজারের ব্যাগ, গন্ধ ছড়াতে পারে এমন দ্রব্য; যেমন-শুটকি মাছ ইত্যাদি।

৮. কৃষি পণ্য

অনাবৃত অবস্থায় সকল প্রকার কৃষি পণ্য।

৯. ফল

প্যাকিং ছাড়া গন্ধ ছড়ায় অথবা বা পানি ঝরার সম্ভাবনা আছে এমন সকল প্রকার ফল (যেমন: আম, জাম, কাঁঠাল, লিচু, আনারস, বাঙ্গী, তরমুজ, কমলা, আঙ্গুর ইত্যাদি)

১০. খাদ্যসামগ্রী

অনাবৃত/প্যাকেট বিহীন যেকোনো প্রকার খাবার এবং গন্ধ ছড়াতে পারে এমন খাবার; যেমন- পোলাও, বিরিয়ানি ইত্যাদি।

১১. ফুল ও গাছ

অনাবৃত অবস্থায় তাজা ফুল, ফুলের তোড়া, সকল প্রকার গাছের চারা, গাছের টব ইত্যাদি।

১২. ধারালো বস্তু

ছুরি, কাঁচি, দা, বটি ও অন্য যেকোনো ধারালো বস্তু মেট্রোতে বহন নিষিদ্ধ।

১৩. ধাতব বস্তু

সকল প্রকার ধাতব বস্তু যেমন: রড, পাইপ, তীক্ষ্ণ ও ধারালো প্রান্ত যুক্ত কোনো ধাতব বস্তু এবং ধাতব বস্তু দ্বারা তৈরি যে কোনো সামগ্রী যেমন: ট্রাঙ্ক, গ্যাসের চুলা ইত্যাদি।

১৪. মেশিনারি পণ্য

খোলা অবস্থায় সকল প্রকার মেশিনারি পণ্য যেমন: ড্রিল মেশিন, ওয়েল্ডিং মেশিন, কাটার মেশিন, পাইপ রেঞ্জ ইত্যাদি।

১৫. সিলিন্ডার

সকল প্রকার গ্যাস ও এলপিজি সিলিন্ডার।

১৬. আগ্নেয়াস্ত্র

যেকোনো ধরনের দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ।

১৭. খেলাধুলা সামগ্রী

উন্মুক্ত অবস্থায় সকল প্রকার খেলাধুলার সামগ্রী যেমন: ক্রিকেট ব্যাট, স্ট্যাম্প, ফুটবল, হকি স্টিক, ব্যাডমিন্টন র‍্যাকেট, বাচ্চাদের যেকোনো ধরনের খেলনা ইত্যাদি।

১৮. ইলেকট্রনিক্স পণ্য

প্যাকেট বিহীন যেকোনো ইলেকট্রনিক্স পণ্য যেমন: ব্লেন্ডার, ওভেন, কেটলি, ওয়াশিং মেশিন, গিজার, কম্পিউটার, মনিটর, প্রিন্টার, ইউপিএস, সাউন্ড বক্স ইত্যাদি।

১৯. বাদ্যযন্ত্র

প্যাকেট বিহীন সকল ধরনের বাদ্যযন্ত্র যেমন: হারমোনিয়াম, তবলা, গিটার, বেহালা ইত্যাদি।

২০. জ্বালানি ও দাহ্য পদার্থ

যেকোনো প্রকার জ্বালানি ও দাহ্য পদার্থ যেমন: পেট্রোল, ডিজেল, অকটেন, কেরোসিন, তারপিন, অ্যালকোহল, স্প্রে জাতীয় ক্যান ইত্যাদি।

২১. ক্ষয়কারী উপাদান

যেকোনো প্রকার ক্ষয়কারী উপাদান ও ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন: গাড়ির ব্যাটারি, আইপিএস, এসিড, পারদ, ক্ষার ইত্যাদি।

২২. বেলুন

গ্যাস ভর্তি বেলুন/উড়ন্ত খেলনা।

২৩. বাজি ও আতশবাজি

যেকোনো ধরনের বাজি ও আতশবাজি।

২৪. নেশাজাতীয়

সকল প্রকার নেশাজাতীয় দ্রব্য।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মেট্রোরেল কর্তৃপক্ষ মেট্রোরেল সিস্টেম, যাত্রী সাধারণ ও রাষ্ট্রীয় নিরাপত্তায় মেট্রোরেল স্টেশন ও ট্রেনে বহন নিষিদ্ধ উপরোল্লিখিত দ্রব্য সামগ্রীর তালিকা প্রয়োজন ও বাস্তবতা অনুযায়ী সংশোধন, সংযোজন ও বিয়োজন করতে পারবে।

এম.কে
২১ সেপ্টেম্বর ২০২৪

আরো পড়ুন

দেশ অস্থিতিশীল হলে তা মিয়ানমার ও ভারতের সেভেন সিস্টার্সেও ছড়াবেঃ ড. ইউনূস

সংবিধানে ধর্মনিরপেক্ষতাসহ ৩ মূলনীতি বাদ দিয়ে নতুন ৪ সুপারিশ

খুলনায় মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করা যুবক চিকিৎসাধীন