সিলেটের মোগলাবাজার এলাকায় আজ মঙ্গলবার সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ট্রেনটি চট্টগ্রাম থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মোগলাবাজার এলাকায় পৌঁছালে ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে এবং ঘটনাস্থলে রেলপথ অবরুদ্ধ হয়ে যায়।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, এবং রেল কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার কারণে সিলেটমুখী ও সিলেট থেকে ছেড়ে আসা সব ট্রেনের সময়সূচি স্থগিত করা হয়েছে। বিকল্পভাবে ট্রেন চলাচল পুনরায় চালু করার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে দুর্ঘটনাস্থলে রেলওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত আছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্রেনের চাকা খুলে যাওয়া বা লাইন ত্রুটির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। তবে রেলওয়ে তদন্ত কমিটি গঠন করে সঠিক কারণ অনুসন্ধান শুরু করেছে।
যাত্রীদের দুর্ভোগ চরমে উঠেছে, কারণ সিলেটের সঙ্গে ঢাকা, চট্টগ্রাম, আখাউড়া ও কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। রেল কর্তৃপক্ষ দ্রুত লাইন মেরামত ও বগি সরানোর কাজ শুরু করেছে এবং জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগতে পারে।
সূত্রঃ সিলেট ভিউ
এম.কে
০৭ অক্টোবর ২০২৫