10.5 C
London
April 27, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

মোটরওয়ে এম টুয়েন্টি ফাইভ সংষ্কার কাজের জন্য বন্ধ ঘোষণা

যুক্তরাজ্যের ন্যাশনাল হাইওয়ের এম টুয়েন্টি ফাইভের একটি অংশ কাজের কারণে বন্ধ রাখা হয়েছে। যারা গাড়ি ব্যবহার করেন তাদেরকে ঝঞ্জাট এড়াতে ট্রেন ব্যবহার করার পরামর্শ দিয়েছে জাতীয় মহাসড়ক বিভাগ।

সারের জাংশন ১০ থেকে ১১ এর মধ্যে একটি পাঁচ মাইল প্রসারিত অঞ্চলে শুক্রবার রাত ৯ টা হতে সোমবার সকাল ৬ টা অবধি সংষ্কার কাজের কারণে বন্ধ থাকবে। ১৯৮৬ সালে এম টুয়েন্টি ফাইভ চালু হবার পর এবারই প্রথমবার সমস্ত লেন দিনের সময় বন্ধ করা হল।

খবরে জানা যায়, এম টুয়েন্টি ফাইভ বন্ধ করার কারণ হল একটি ফ্লাইওভার ও সেতুর সংযোগ দেয়ার কাজ করছে কর্তৃপক্ষ। যা এম টুয়েন্টি ফাইভের জাংশন ১০ এর উন্নতি প্রকল্পের অংশ।

ন্যাশনাল হাইওয়ে অথোরিটি, লন্ডন এবং তার আশেপাশের অঞ্চলের যাত্রীদের এম টুয়েন্টি ফাইভ মোটরওয়েতে জাংশন ১০ ও ১১ এর সংষ্কার কাজের কথা চিন্তা করে ভ্রমণ পরিকল্পনা করতে পরামর্শ দিয়েছে।

সূত্রঃ বিবিসি

এম.কে
১৬ মার্চ ২০২৪

আরো পড়ুন

স্কটল্যান্ডে তুষারপাত, শীতল হয়ে উঠছে যুক্তরাজ্যের আবহাওয়া

নিউজ ডেস্ক

প্রথম রোজায় টাইমস স্কয়ারে শত শত মুসলিমের জমায়েত

অনলাইন ডেস্ক

প্রীতি প্যাটেলের বুলিং ইস্যুতে আইনি চ্যালেঞ্জে বরিস জনসনের সরকার

অনলাইন ডেস্ক