মৌলভীবাজারের রাজনগরে খাল সেচ দেওয়া নিয়ে দু’ পক্ষের সংঘর্ষে বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নামের এক ব্যাক্তি নিহত। শুক্রবার (৬ ডিসেম্বর ) বিকেলে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামে এ ঘটনাটি ঘটে ।
স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকী গ্রামের হান্নান মিয়ার বাড়ির সামনে বিরোধ পুর্ণ খাল সেচ দিতে আসে এলাকার নুরুল আমিনের লোকজন। এ সময় সৈয়দ জুয়েল আলী ও সৈয়দ আবুল কালাম আজাদের লোকজন বাঁধা দেয়। কথা কাটাকাটির জের ধরে এক পর্যায়ে উভয়ের মাঝে সংঘর্ষ বাঁধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারাত্মক আহত হন মিছরাফ খা। আহত অবস্থায় চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মিছরাফ খা কে মৃত ঘোষনা করেন।
স্থানীয় বাসিন্দা নানু মিয়া বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের বল্লমের আঘাতে মিছরাফ খা (৪৬) নিহত হন। দীর্ঘদিন ধরে উভয় পক্ষের মাঝে জমি নিয়ে বিরোধ ছিল ।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মুবাশ্বির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং খুনীদের দ্রুত গ্রেফতারে আমরা তৎপর। ইতিমধ্যে সন্দেহভাজন হিসাবে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।
সূত্রঃ স্যোশাল মিডিয়া
এম.কে
০৭ ডিসেম্বর ২০২৪