4 C
London
January 22, 2025
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)শীর্ষ খবর

মৌসুমি শ্রমিক সংকটে যুক্তরাজ্য

যুক্তরাজ্যে ফলের মৌসুম শুরু হয়েছে৷ কিন্তু ব্রেক্সিট ও ইউক্রেন যুদ্ধের কারণে শ্রমিক সংকটে ভুগছেন খামারিরা৷ সমস্যার সমাধানে তারা ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, কিরগিজস্তান এবং কাজাখস্তান থেকে শ্রমিক আনার কথা ভাবছে৷

 

শ্রমিকের অভাবে যেন জমিতে ফল পচে নষ্ট না হয় সেই কারণে যুক্তরাজ্য সরকার চলতি বছর মৌসুমি শ্রমিক আনার ভিসা প্রদানে সম্মত হয়৷ কিন্তু সরকাররে হিসাবের চেয়েও দেশটির খামারগুলোতে আসলে আরো বেশি শ্রমিক দরকার৷ যেমন ২০২০ সালে যুক্তরাজ্যের শেফিল্ড পলিটিক্যাল ইকোনোমি রিসার্চ ইনস্টিটিউট বলছে, প্রতি বছর ফল কুড়ানোর জন্য যুক্তরাজ্যের ৭০ হাজার শ্রমিক দরকার৷

 

এই পরিস্থিতিতে ইউরোপের বাইরের দেশ থেকে শ্রমিক আনার কথা বলছে খামারিরা৷

 

ক্লকহাউস ফার্ম নামে একটি খামারের ব্যবস্থাপনা পরিচালক এলি প্যাসকাল বিবিসি ফার্মিং টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিজনাল শ্রমিক আনতে সরকারের যেই পরিকল্পনা সেই পরিকল্পনার কারণে তাদেরকে শতকরা ১৪ ভাগের বেশি অতিরিক্ত খরচ করতে হবে৷ তার মতে, চলতি মরসুমে ফল কুড়ানোর শ্রমিক পাওয়াই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে৷

 

২০২১ সালে যুক্তরাজ্যের পার্লামেন্টের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির কৃষিখাতে মোট শ্রমিকের সংখ্যা চার লাখ ৬৭ হাজার৷ যুক্তরাজ্যের অর্থনীতিতে বছর প্রতি তাদের অবদান ১৩০০ কোটি (১৩০ বিলিয়ন) পাউন্ড৷ আর গত দুই বছরে দেখা যাচ্ছে, দেশটির কৃষিখাতের শতকরা ৯৯ জনই বিদেশি৷

 

পরিসংখ্যান বলছে ২০১৯ সাল থেকে ২০২১ সাল সময়ে মৌসুমি শ্রমিক হিসেবে সবচেয়ে বেশি হলেন ইউক্রেনের নাগরিকেরা৷ এসময়ে ইউক্রেন থেকে প্রায় ২০ হাজার শ্রমিক ব্রিটেনে কাজ করতে এসেছেন৷ তালিকায় দ্বিতীয় স্থানে রযেছেন রাশয়ানরা৷ তাছাড়া বুলগেরিয়া এবং বেলারুশ থেকে আসা শ্রমিকেরা তালিকার তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছেন৷

 

তবে ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এ অঞ্চল থেকে মৌসুমি শ্রমিক আসার বিষয়টি অনিশ্চয়তার মধ্যে পড়ে৷ আর এ কারণে এশিয়া ও আফ্রিকার বেশ কিছু দেশের উপর নজর খামারিদের৷

 

৫ জুলাই ২০২২
এনএইচ

আরো পড়ুন

১৭ হাজার ইউক্রেনীয় সেনাদের ব্রিটেন মিত্রদের প্রশিক্ষণ

যুক্তরাজ্যের প্রায় অর্ধেক ট্যাপের পানি দূষিত

আপনি কি ব্রেক্সিটের পর ইইউ পাসপোর্টের আবেদন করেছেন?

অনলাইন ডেস্ক