6.3 C
London
December 23, 2024
TV3 BANGLA
যুক্তরাজ্য (UK)

যত্রতত্র আবর্জনা ফেলার জরিমানা বাড়িয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল

পরিবেশগত সমস্যা সমাধানে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বাসিন্দাদের আরো সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। টাওয়ার হ্যামলেটসে যত্রতত্র আবর্জনা ছুড়ে ফেলা বা গ্রাফিতি বা দেয়াল লিখন এবং অন্যান্য পরিবেশগত অপরাধের জন্য দায়ী ব্যক্তিরা এখন থেকে সর্বোচ্চ অংকের ফিক্সড পেনাল্টি নোটিশ (এফপিএন) জরিমানার সম্মুখীন হবেন।

টাওয়ার হ্যামলেটসকে একটি পরিচ্ছন্ন ও সবুজ বারা হিসেবে গড়ে তুলতে চায় কাউন্সিল। এই প্রতিশ্রুতির অংশ হিসেবে আর্থিক জরিমানার পরিমাণ বৃদ্ধি করার পরিকল্পনা করা হয়েছে।

নতুন কিছু ব্যবস্থা হাতে নিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল কর্তৃপক্ষ, এদের মধ্যে রয়েছেঃ

ফ্লাই—টিপিংয়ের জন্য সর্বোচ্চ জরিমানার পরিমাণ £৪০০ থেকে £১০০০ পাউন্ড পর্যন্ত বাড়ানো হবে। তবে নোটিশ পাওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ করা হলে ৫০০ পাউন্ড ডিসকাউন্ট দেয়া হবে বলে জানায় কর্তৃপক্ষ।

লিটারিং এর জন্য এখন সর্বোচ্চ জরিমানা হবে £৫০০ পাউন্ড, যা আগে ছিলো ৮০ পাউন্ড (প্রারম্ভিক ডিসকাউন্ট পেমেন্ট ২৫০ পাউন্ড)।

ফ্লাই—পোস্টিং এবং গ্রাফিতি উভয় ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানার পরিমান ৮০ পাউন্ড থেকে বাড়িয়ে £৫০০ করা হয়েছে (প্রারম্ভিক ডিকাউন্ট পেমেন্ট ২৫০ পাউন্ড)।

যে পরিবারগুলো দায়িত্বশীল ভাবে তাদের বর্জ্য নিষ্পত্তি করতে ব্যর্থ হয় (যা ডিউটি অব কেয়ার অপরাধ হিসাবে পরিচিত) তাদেরকে সর্বোচ্চ £৬০০ জরিমানা করা হবে, যা আগে ছিলো £২০০ পাউন্ড(প্রারম্ভিক ডিসকাউন্ট পেমেন্ট ৩০০ পাউন্ড)।

নতুন বর্ধিত জরিমানা ২০ মে কার্যকর হতে কার্যকর হয়েছে। উল্লেখ্য যে কাউন্সিলের কেবিনেট ২৭ মার্চ ২০২৪—এ ফিক্স প্যানাল্টি নোটিশ জরিমানা বাড়ানোর প্রস্তাব অনুমোদন করে।

টাওয়ার হ্যামলেটসের নির্বাহী মেয়র বলেন, “এখন বর্ধিত জরিমানা সহ আমরা পরিবেশগত অপরাধের জন্য দায়ীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন শুরু করেছি। আমরা জানি ফ্লাই-টিপিং, লিটারিং এবং গ্রাফিতির মতো অপরাধগুলি আমাদের কাউন্সিলকে প্রভাবিত করে। এই সমস্যা মোকাবেলা করতে কাউন্সিলের গুরুত্বপূর্ণ তহবিল ব্যয় হয়।
এই ধরনের অপরাধের জন্য দায়ী যে কেউ, তা ব্যক্তি হোক বা ব্যবসা প্রতিষ্ঠান, এখন থেকে তারা কঠোর শাস্তির মুখোমুখি হবে। কঠোর পদক্ষেপের মাধ্যমে, আমরা এই বার্তা পাঠাচ্ছি যে এই অসামাজিক অপরাধগুলি আমাদের বারাতে সহ্য করা হবে না।”

বাসিন্দারা কিভাবে দায়িত্বশীল ভাবে বর্জ্য ফেলবেন, সে সম্পর্কিত যাবতীয় তথ্য পেতে ভিজিট করুনঃ www.towerhamlets.gov.uk/collections

যেসকল ব্যবসায় বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কে আরও তথ্য জানতে চান, তারা ভিজিট করতে পারেনঃ www.towerhamlets.gov.uk/commercialwaste

সূত্রঃ টাওয়ার হ্যামলেটস কর্তৃপক্ষ

এম.কে
২৫ মে ২০২৪

আরো পড়ুন

প্রিন্সের সামনেই মাথা ঘুরে পড়ে গেলেন তিন সেনা

রেস্তোরাঁয় খেতে গিয়েও অপমানিত প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে নতুন ডেটা সেন্টার নির্মাণ করতে যাচ্ছে গুগল