TV3 BANGLA
বাংলাদেশ

যাদের ডিবি অফিসে নেয়া হয়েছে তারা তো সিকিউরিটি চায় নাই— হাইকোর্ট

আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের উপর আদেশের জন্য আজকের মতো (৩০ জুলাই) শুনানি শেষ হয়েছে। আগামীকাল বুধবার (৩১ জুলাই) ফের শুনানি ও আদেশের দিন ধার্য করেছেন বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ।

আজ শুনানির এক পর্যায়ে আদালত বলেন, ‘যাদেরকে ডিবি অফিসে নেয়া হয়েছে তারা তো সিকিউরিটি চায় নাই। তাদের হয় অ্যারেস্ট করে রিমান্ডে নিন, অথবা আদালতে তাদেরকে হাজির করেন।’

এ সময় ভারপ্রাপ্ত এটর্নি জেনারেল এসএম মুনির বলেন, ‘একটা লোককে মেরে ফেলবে তাকে তো নিরাপত্তা দিতে হবে।’ সে সময় বিচারক বলেন, ‘কে বলেছে এ কথা।’

আইনজীবী মুনির বলেন, ‘তারাই বলেছে।’ বিচারক বলেন, ‘তারা তো বলেনি।’

এম.কে
৩০ জুলাই ২০২৪

আরো পড়ুন

দুর্বল ইসলামী ব্যাংকগুলোর একীভূতকরণে সরকারের প্রাথমিক ব্যয় ৩৫ হাজার কোটি

দলিলাদি যার ভুমি তার –আসছে নতুন ভুমি আইন

সংবিধান সংস্কার কমিশনের প্রধান হলেন অধ্যাপক আলী রীয়াজ