TV3 BANGLA
আন্তর্জাতিক

‘যা আসছে তা কেউ থামাতে পারবে না’, অদ্ভুত ছবি শেয়ার দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে নিজের একটি অদ্ভুত ছবি পুনরায় শেয়ার করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘বিশ্ব শিগগিরই বুঝতে পারবে’ এবং ‘যা আসছে তা কেউ থামাতে পারবে না’।

ছবিতে দেখা যায়, ট্রাম্প পৃথিবীর পটভূমিতে দাঁড়িয়ে আছেন। স্বর্গীয় আলো দেখছেন। তিনি তার হাত তুলে উপরের দিকে তাকাচ্ছেন।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলনের প্রথম দিনে এই পোস্টটি করা হয়।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসত ২০টিরও বেশি দেশের নেতা এবং ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানরা এই শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করছেন।

সূত্রঃ তাস

এম.কে
৩১ আগস্ট ২০২৫

আরো পড়ুন

‘বাংলাদেশি’ সন্দেহে গুজরাটে আটকদের বেশিরভাগই ভারতীয় মুসলিম

বছরে ৩ লাখ অনিয়মিত অভিবাসীকে নিয়মিত করবে স্পেন

যুক্তরাষ্ট্রে মোদি সফর নিয়ে অখুশি মার্কিন আইনপ্রণেতারা