অক্সফোর্ডশায়ার ও পশ্চিম বার্কশায়ারের বিভিন্ন স্থানে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষার আয়োজন করা হয়েছে। “নো ইয়োর নাম্বার্স! উইক” নামে এই কর্মসূচি ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এর লক্ষ্য হলো উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা।
উচ্চ রক্তচাপকে হৃদরোগ, স্ট্রোক এবং কিডনি রোগের অন্যতম প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। থ্যাচাম মেডিকেল প্র্যাকটিসের জিপি এবং কার্ডিওভাসকুলার রোগবিষয়ক বোর্ডের লিড ডা. হাইকে ফেল্টম্যান বলেন, “একটি সাধারণ রক্তচাপ পরীক্ষা জীবন বাঁচাতে পারে।”
এনএইচএস উচ্চ রক্তচাপকে “নীরব ঘাতক” হিসেবে অভিহিত করেছে। এটি প্রায়ই কোনো লক্ষণ দেখায় না, ফলে যুক্তরাজ্যে ১৮ থেকে ৬৪ বছর বয়সী প্রায় ৫০ লাখ প্রাপ্তবয়স্ক রোগটি নিয়ে অজানাই থাকতে পারে। এই সপ্তাহের কার্যক্রমের মাধ্যমে এসব “অদৃশ্য রোগী” শনাক্ত করে তাদের চিকিৎসা শুরু করার লক্ষ্য রাখা হয়েছে।
রোগীদের স্থানীয় ফার্মেসি, লাইব্রেরি ও জিমে বিনামূল্যে রক্তচাপ পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। ডা. ফেল্টম্যান বলেন, “উচ্চ রক্তচাপ পুরোপুরি নিয়ন্ত্রণযোগ্য, তবে প্রথম ধাপ হলো সচেতন থাকা এবং নিজের রক্তচাপ নিয়মিত পরীক্ষা করা। অনেকেই নিজস্ব মনিটর ব্যবহার করেন, যা সাশ্রয়ী এবং সহজে পাওয়া যায়। স্থানীয় ফার্মেসিতে চাইলে পরীক্ষাও করা যায়।”
এ ধরনের কর্মসূচি জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। সচেতনতা ও নিয়মিত পরীক্ষা নিশ্চিত করলে হৃদরোগ, স্ট্রোক ও কিডনি রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।
সূত্রঃ বিবিসি
এম.কে
০৯ সেপ্টেম্বর ২০২৫